বঙ্গবন্ধুর প্রথম জীবনিকার কে

স্বাধীনতার স্থপতি ও এদেশের জাতির পিতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অন্যতম সফল নেতা। দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য বাঙালির জাতির পিতার আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন। সারাটি জীবন তিনি বাঙালি জাতির জন্য সংগ্রাম করে গিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা র চূড়ান্ত ধাপ ছিল মুক্তিযোদ্ধা আর সেই মুক্তিযোদ্ধা কে সফল ভাবে নেতৃত্ব দিয়ে দেশ থেকে শত্রুমুক্ত করে ছিলেন বাঙালি জাতি। আর এই বাঙালি জাতিকে সঠিক নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু।

পরবর্তী নয় মাস যুদ্ধের পর বিজয় অর্জন করেছিলেন বাংলাদেশের সাড়ে সাত কোটি বাঙালি। আর এই মুক্তি যোদ্ধার মহানায়ক বঙ্গবন্ধুর প্রথম জীবনিকার কে এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানতে অনেকেই আমরা আগ্রহী। একজন বাংলাদেশের নাগরিক ও বাঙালি জাতি হিসেবে এ প্রশ্নের উত্তরটি আমাদের জেনে রাখা উচিত কারণ এ ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের অনেক সময় হতে হয়।

বাংলাদেশ কে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধুর অবদান ছিল সবার উপরে। বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে বুকে লালন করে আসছিল। আর এই স্বপ্নকে বাস্তবে রূপদান করেছিল বঙ্গবন্ধু। ছোট থেকে তিনি প্রতিবাদী এবং সাহসী একজন মানুষ ছিলেন। তিনি কখনো অন্যায় করেননি বরং অন্যায় এর প্রতিবাদ করেছে প্রতিনিয়ত। অন্যায়ের কাছে তিনি একজন আপোষহীন নেতা ছিলেন। বাঙালি জাতির জন্য তাকে নানান ধরনের জেল-জুলুম অত্যাচার এগুলো সহ্য করতে হয়েছে। কিন্তু তিনি কোন কিছুকে পরোয়া করে নি সামনের দিকে এগিয়ে চলেছেন। তারা সাহসী নেতৃত্ব ও বিচক্ষণ গুণের কারণেই খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের বিজয় ধরা দিয়েছিল। তার অবদানের কথা বলে শেষ করা যাবে না।

বাঙালি জাতির জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন হলো বাংলাদেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিজয় অর্জন। আর এই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে তার অবদান এবং সুমহান আত্মত্যাগের কথা বলে শেষ করা যাবে না। তাই এই পৃথিবীতে যতদিন বাংলাদেশ রবে ততদিন তিনি বাংলার আকাশে বাতাসে চির অমর হয়ে থাকবেন। যুগ যুগ ধরে বেঁচে থাকবেন বাঙালির মনে প্রাণে। আর তাকে ঘিরে প্রতিনিয়ত নানান ধরনের কবিতা, গ্রন্থ, উপন্যাস, জীবনিকার ইত্যাদি এগুলো লেখা হয়। তাই বঙ্গবন্ধুর প্রথম জীবনিকার কে আপনারা এ প্রসঙ্গে জানতে চান।

আর এই বইটি লেখেন কাজী আহমেদ কামাল ও হাসান খুরশিদ রুমি।আর বঙ্গবন্ধুর লেখা বই গুলো প্রতিনিয়ত বঙ্গবন্ধু স্মৃতিগুলোকে স্মরণ করিয়ে দেয়। বঙ্গবন্ধুর প্রথম জীবনিকার নাম হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জন্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *