অর্থনীতি শব্দটির সাথে আমরা সকলেই জড়িত আছি। অর্থাৎ অর্থনীতি পরিবারের ব্যক্তির সমাজের রাষ্ট্রের সকলেরই ভিত্তি হচ্ছে এই অর্থনীতি। অর্থনীতি শক্তিশালী হলে সেই ব্যক্তি শক্তিশালী হয় অর্থনীতি শক্তিশালী হলে সেই সমাজ শক্তিশালী হয় অর্থনীতি শক্তিশালী হলে সেই রাষ্ট্র শক্তিশালী হয়। তাই অর্থনীতি বিষয়টি সকলের সঙ্গেই জড়িত থাকে। জীবন ধারণ করার জন্য আমাদের অর্থনীতির বিকল্প নেই। জীবন ধারণ করতে হলে অর্থাৎ জীবনের প্রতিটি অংশেই প্রতিটি পদক্ষেপে এই মানুষের অর্থনীতির প্রয়োজন হয়ে থাকে। শুধু জীবনের কথা বলছি কেন মৃত্যুতে ও পয়সার প্রয়োজন হয় বা অর্থনীতির প্রয়োজন হয়। তাই অর্থনীতি আমাদের জন্য এক বিশেষ বস্তু যাকে ছাড়া আমরা চলতে পারি না। অর্থনীতি মানুষের মান সম্মান ইত্যাদিও রক্ষা করে থাকে। মোট কথা একটাই যে অর্থনীতি ছাড়া আমাদের জীবন চলতে পারে না বা চলেনা জীবনের প্রতিটি ধাপে প্রতিটি ক্ষেত্রে অর্থনীতির প্রয়োজন হয়।
তাই আজ আমাদের দেখাতে হবে ব্যাষ্টিক অর্থনীতি কি বা সামষ্টিক অর্থনীতি কি। আমরা জানি অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে একটি হল ব্যাষ্টিক অর্থনীতি আরেকটি সামষ্টিক অর্থনীতি। আজকে আমাদের ব্যাষ্টিক অর্থনীতি কি সে সম্পর্কে আলোচনা করতে হবে। তাই ব্যষ্টিক অর্থনীতি হলো অর্থনীতির একটি মৌল শাখা যাতে ব্যক্তি এবং ব্যবস্থা প্রতিষ্ঠানের রোগ এবং উপযোগ উৎপাদন মূল্য মুনাফা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে। অর্থাৎ এই ব্যষ্টিক অর্থনীতি সমাজের অর্থনীতি হিসেবে গণ্য করা হয়ে থাকে। বাজার অর্থনীতিতে বাজারের পণ্য সামগ্রী বিপণন এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা এই ব্যষ্টিক অর্থনীতির দ্বারাই হয়ে থাকে অর্থাৎ বাজার নিয়ন্ত্রণ প্রক্রিয়া এই অর্থনীতির ওপর গড়ে উঠেছে।
বর্তমানে বাজারে পণ্যের এবং সেবার বিনিময় ঘটে থাকে। অর্থাৎ যদি পণ্য ভাল হয় তাহলে সেবার মান বেড়ে যায় তাই আমরা দেখি বাজারে যে ধরনের পণ্য মানে গুনে ভালো সেই পণ্যের চাহিদা থাকে এবং যে পণ্য মানে গুনে ভালো থাকে না সেই পণ্য বাজারে বিক্রি হতে চায় না অর্থাৎ সেই পণ্য মান সেবার মান অত্যন্ত নিম্ন এই কারণে মানুষ সেগুলি গ্রহণ করে না এবং অর্থনীতির দিক থেকে সে ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। পণ্যের ও সেবা থেকে ব্যক্তি বা ভোক্তা উপযোগ লাভ করে থাকে। তাই বাজারে পণ্য ও সেবা বিনিময়ের প্রধান দুইটি নিয়ামক হল পণ্য বিনিময় প্রথা অর্থাৎ পণ্য নিলে সেবা পাওয়া যাবে এরকম একটি ব্যবস্থা। পণ্যের মান ভালো হলে সেই পণ্যের চাহিদাও বেড়ে যায় তখন সেবার মান ঠিক না রাখলে অবশ্য সে পণ্য পরবর্তীতে আবার চাহিদা কমে যাবে এবং ক্ষতির সম্মুখীন হবে উৎপাদনকারী প্রতিষ্ঠান।
একটি পণ্য উৎপাদকের ক্ষেত্রে যে সকল নিয়ামকগুলি ভাবতে হয় সেগুলি হল উৎপাদন ব্যয় সরকারি কর বাজারের শ্রেণী বা প্রকৃতি কিভাবে অন্য বাসেবার উৎপাদন মূল্য বিক্রয় এবং মুনাফার পরিমাণ নিরূপণ করা হয় এসবই ব্যাষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়ে থাকে। অপরদিকে যদি আমরা সামষ্টিক অর্থনীতির দিকে দেখি তাহলে দেখা যায় যে একটি দেশের সমস্ত অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করা হয় এই সামষ্টিক অর্থনীতিতে। অর্থাৎ সামস্তিক অর্থনীতি হলো দেশের বৈদেশিক আয় রেমিটেন্স মাথাপিছু আয় গড় আয় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম এর সবগুলোর যোগফল কে প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতি ও বেকার সমস্যা বিষয়ক তত্ত্বাবধান ও এইসব বিষয়ে সম্পর্কযুক্ত জাতীয় অর্থনৈতিক নীতি সমূহ এবং এসব বিষয়ে সরকারি কার্যক্রমকে প্রভাবিত করে এই সমষ্টি অর্থনীতি।
তাই বলা যায় যে আধুনিক অর্থনীতির দুটি ভাগ যা আধুনিক সমষ্টিক অর্থনীতি তথ্যসমূহ ব্যক্তিক অবকাঠামোর উপর প্রতিষ্ঠিত হয় অর্থাৎ ইহা ব্যাসটিক স্তর আচরণের অনুমতি শর্ত সমূহের ওপর ভিত্তি। এখন আমরা দেখতে পারি ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?
ব্যষ্টিক অর্থনীতি: অর্থনীতির একটি মৌল শাখা যাতে ব্যক্তি এবং ব্যবসাপ্রতিষ্ঠানের ভোগ ও উপযোগ, উৎপাদন, মূল্য, মুনাফা ইত্যাদির নিয়ামক নিয়ে আলোচনা করা হয়।