অনেক সময় খুব ছোট ছোট ব্যাপার নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে। এই প্রশ্নগুলোর উত্তর জানতে না পারলে মনের মধ্যে খুঁতখুতানি নিয়ে শুরু হয়। যেমন আজ আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো ডিম। না, ডিম নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আজ আলোচনা করব স্বপ্নের মধ্যে যদি কোন ব্যক্তি ডিম দেখে থাকে তবে তার সাথে আদৌ কোন ঘটনা ঘটবে কিনা তা নিয়ে। দেখুন স্বপ্নে ডিম দেখা খুব স্বাভাবিক ও ছোট একটি বিষয়। অথচ এই ছোট্ট বিষয়টি নিয়ে অনেক মানুষ আগ্রহ প্রকাশ করে থাকে।
তাদের সকলের প্রশ্ন হচ্ছে স্বপ্নের মধ্যে ডিম দেখেছি এখন আমার সাথে কি ঘটতে পারে। দেখুন, স্বপ্নের মধ্যে কোন কিছু দেখলে তার প্রভাব আমাদের জীবনে কতটুকু পড়বে তা নিয়ে ভাবার সময় এখন নয়। এরপরও আমরা এই সব বিষয় নিয়ে খুব বেশি ভাবনায় পড়ে যায়। স্বপ্নের মধ্যে আমরা অদ্ভুত অদ্ভুত অনেক জিনিস দেখতেই পারি, তাই বলে প্রতিটি জিনিসের নির্দিষ্ট কোনো কারণ খোঁজা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। এগুলো করা মানেই সময়ের অপব্যবহার।
আগের দিনে একটি কুসংস্কার ছিল পরীক্ষা দিতে যাওয়ার আগে অভিভাবকরা ডিম খেতে দিত না। তাদের ধারণা ছিল পরীক্ষা দিতে যাবার আগে যদি কেউ ডিম খায় তবে হয়তো পরীক্ষায় ফলাফল শূন্য পাবে। তবে এই যুক্তির কোন সত্যতা নেই। ঠিক একইভাবে স্বপ্নের মধ্যে ডিম দেখলে আপনার সাথে কোন কিছু ঘটবে কিনা এমনটা ভাবাও বোকামী ছাড়া কিছুই নয়। আধুনিক যুগে এসে আপনার মূল্যবান সময় এমন আজেবাজে চিন্তায় ব্যবহার করা কতটুকু কার্যকরী হচ্ছে তা ভেবে দেখার সময় এসেছে।