হাঁসের ডিম পাড়ার গল্প নিশ্চয় শুনেছেন। একটি হাঁস ছিল যে কিনা প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। যদিও গল্পটি কাল্পনিক কিন্তু হাঁস কিন্তু আমাদের ভাগ্য বদলাতে অনেক বড় প্রভাবক হিসেবে কাজ করতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন বাজারে হাঁসের ডিমের চাহিদা কত বেশি। আমাদের দেশে অনেক উদ্যোক্তা রয়েছেন যারা শুধুমাত্র হাসের খামার দিয়েই কোটিপতি হয়ে গেছেন।
অনেক যুবক আছেন যারা উদ্যোক্তা হতে চান কিন্তু হাঁস অথবা মুরগি পালন করতে একদমই আগ্রহ প্রকাশ করেন না, অথচ শুধুমাত্র হাস ও মুরগি পালন করেই এক বছরে নিজের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। যাই হোক, হাঁস অথবা মুরগি পালন করে ভাগ্য পরিবর্তন করতে না চাইলেও স্বপ্নে হাঁস দেখে আপনি কিন্তু নিজের ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারেন। তো চলুন আজকে জেনে নেওয়া যাক স্বপ্নের মধ্যে হাঁস দেখলে তা কিসের ইঙ্গিত প্রকাশ করে।
গৃহ পালিত প্রাণী আমাদের অর্থনৈতিকভাবে কতটা স্বাবলম্বী করে তুলতে পারে তা অনেকেই জানেন। গ্রামে অনেক মানুষ রয়েছে যারা নিয়মিত হাঁস ও মুরগি পালন করে। স্বপ্নের মধ্যে যদি আপনি হাঁস দেখতে পান তবে এটি আপনার জীবনে ভালো কিছু মুহূর্ত আসার ইঙ্গিত প্রকাশ করে। আপনি কোন উদ্যোগ গ্রহণ করলে উড়ন্ত একটি সূচনা পাবেন তেমনটাই বোঝানো হয়। যেকোনো কাজ শুরুর আগে আমাদের অনেকের মনেই দোটানা কাজ করে সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারব কিনা এইটা ভেবে। কিন্তু স্বপ্নে যদি আপনি এমন কিছু বস্তু দেখতে পান যা কিনা বাস্তব জীবনে আমাদের জন্য কল্যাণকর তবে আপনার ভবিষ্যৎ দিনগুলোতেও শান্তি আসবে বলে ধারণা করা হয়। আশা করি নিজের উপর বিশ্বাস রেখে প্রতিটি কাজে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন।