প্রিয় বন্ধুরা, আরো একটি নতুন ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্বপ্নে কবর দেখলে কি হয়। আমরা অনেকেই স্বপ্নের মধ্যে নিজের অথবা অন্য কারো কবর দেখতে পাই। স্বপ্নে কবর দেখলে আমাদের মনে প্রশ্ন আসে এটা আমাদের জন্য মঙ্গলজনক নাকি অমঙ্গল জনক। স্বপ্নে কবর দেখা মঙ্গলজনক বা অমঙ্গল জনক যেটাই হোক না কেন এর অর্থ জেনে নেওয়া জরুরী কারণ নির্দিষ্ট অর্থ জেনে না নিলে আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন থেকে যেতে পারে। আমাদের আশেপাশে অনেক মানুষ হয়েছে যারা অল্পতেই অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তাদের মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়। স্বপ্নে কবর দেখলে এই মানুষগুলো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে তাই সঠিক অর্থ জানার জন্য তারা অস্থির হয়ে পড়ে।
আপনারা যারা জানেন না স্বপ্নে কবর দেখলে কি হতে পারে তাদের জন্যই আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আমাদের আলোচনা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন। স্বপ্ন বিশ্লেষকদের মতে কেউ যদি নিজেকে কবরের মধ্যে দেখতে পায় তবে কোথাও বন্দী হবার সম্ভাবনা থাকে। মানুষ নানান কারণে যে কোন জায়গায় বন্দি হতে পারে তাই এ বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয়। আপনি যদি নিজেকে কখনো কবরের মধ্যে দেখতে পান তাহলে আগে থেকে সতর্ক হয়ে যাবেন। বন্ধু জীবন কতটা অসহ্যকর হতে পারে তা নিশ্চয়ই আপনার কল্পনা করতে পারছেন।
স্বপ্নে কেউ যদি নিজের জন্য কবর খুঁড়তে দেখতে পায় তাহলে এমনটা বলা যায় যে তার মৃত্যুর সময় ঘনি এসেছে অথবা তার জীবনে অভাব অনটন আসতে পারে। এ দুটি ঘটনার যে কোন একটি তার সাথে ঘটতে পারে তবে নিশ্চিতভাবে বলা যায় না এমনটাই ঘটবে। যেহেতু স্বপ্ন বিশ্লেষকরা এমনটা বলে থাকেন তাই মিলে যেতে পারে কিন্তু একদম নিশ্চিত হওয়া যাবে না। তাই এ বিষয় নিয়ে আপনারা চাইলে আরো বেশি পড়াশোনা করে দেখতে পারেন।
কেউ যদি স্বপ্নে দেখে কবরে লাশ রেখে মাটি চাপা দেওয়া হয়নি তাহলে বিনা তওবায় মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে। আপনারা যদি কেউ এমন স্বপ্ন দেখে থাকেন তবে আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারেন। এ বিষয় নিয়ে আপনার আশেপাশের জ্ঞানীগুণী ব্যক্তিদের সাথে আলাপ-আলোচনা করে দেখতে পারেন তাদের মতামত কি।
কেউ যদি স্বপ্নে দেখে কবর ফেটে লাশ বের হয়ে আসছে তাহলে বুঝে নিতে হবে স্বপ্ন দর্শনকারীর শত্রু সংখ্যা কমতে চলেছে অথবা শত্রু দমন হতে চলেছে। আমাদের আশেপাশে অনেক জানা ও অজানা শত্রু থাকতে পারে। হয়তো আপনি কারো জন্য ভালো কাজ করছেন অথচ সে আপনার ভালো চায়না। তাই শত্রু দমন হবে এমন টা জানলে আপনি সন্তুষ্ট হতেই পারেন। আশা করি এমন স্বপ্ন দেখলে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। আপনার যদি কোন শত্রু না থাকে তবে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতেও পারেন।
কেউ যদি স্বপ্নে অন্যের জন্য কবর খুঁড়তে দেখতে পাই তবে তার নতুন ঘরবাড়ি ও দালানকোঠা তৈরি করা সম্ভাবনা থাকে। আপনারা যারা নতুন ঘরবাড়ি দিতে চাইছেন তাদের জন্য এমন স্বপ্ন দেখাটা মঙ্গলজনক হতে পারে। হয়তো আপনার পরিকল্পনা বাস্তবে রূপ নেবে এমন আভাস পাবেন এই স্বপ্নের মাধ্যমে।
কেউ যদি স্বপ্নে কবর জিয়ারত করতে দেখতে পাই তবে এটি তার আত্মীয়দের জন্য মঙ্গলজনক হতে পারে কিন্তু অনাত্মীয়র জন্য অমঙ্গল জনক হতে পারে। একজন মানুষ হিসেবে আমরা কখনই চাইব না আমাদের আশেপাশের কোন মানুষের অমঙ্গল হোক। আমাদের আত্মীয়রা আমাদের কাছের মানুষ হওয়ায় তাদের জন্য আমরা যেমন সবসময় প্রার্থনা করব তেমনি অনাত্মীয়দের জন্য আমরা একইভাবে প্রার্থনা করব।
স্বপ্নে কবর দেখা কে অনেকে অমঙ্গলজনক মনে করতে পারেন তবে সব ক্ষেত্রেই স্বপ্নে কবর দেখা অমঙ্গলজনক নয়। আগে জেনে নিতে হবে স্বপ্নে কিভাবে আপনি কবর দেখেছেন। স্বপ্ন বিশ্লেষকদের কাছ থেকে প্রকৃত অর্থ জেনে নিতে হবে। আশা করি আমাদের আজকের আর্টিকেল আপনাদের জন্য কার্যকরী হয়েছে। তবে সব ক্ষেত্রেই স্বপ্নের অর্থ এক রকম না হতে পারে তাই আপনারা আরো স্বপ্ন বিশ্লেষকের কাছ থেকে মতামত জেনে নিতে পারেন।