মাঝেমধ্যেই এই স্বপ্নের কথা আমরা শুনে থাকি যে স্বপ্নদ্রষ্টা স্বপ্নের মধ্যে দেখেছেন তার দাঁতগুলো সব পড়ে যাচ্ছে। হঠাৎ করেই এমন স্বপ্ন দেখলে যে কেউ ভড়কে যাবেন। তবে একই স্বপ্ন বারবার অনেকে দেখে থাকেন। আজ আপনাদের সাথে স্বপ্নের দাত পড়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। দাঁত আমাদের শরীরের কত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তা আমরা খুব ভালো করেই জানি। সবচেয়ে ভালো জানেন যারা অল্প বয়সে দাঁত হারিয়েছেন। কোন শক্ত খাবার কামড়ে খাবার জন্য দাঁত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে। একটি দাঁতের অভাবে মুখে সৌন্দর্য অনেকটা নষ্ট হতে পারে। ঠিক এ কারণেই ডেন্টিস্টরা দাঁতের যত্ন নিতে বলেন। এ তো গেল বাস্তবের কথা। এখন কথা হচ্ছে স্বপ্নের মধ্যে যদি আমাদের এই দাঁতগুলো পড়ে যেতে দেখি তবে এর ব্যাখ্যা কি হতে পারে।
বাস্তব জীবনেও আমাদের দাঁত পড়ে গেলে তা কখনোই ভালো লক্ষণ হতে পারে না। ঠিক একইভাবে স্বপ্নের মধ্যেও দাঁত পড়তে দেখা কখনোই ভালো লক্ষণ নয়। কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা আমরা খুব ছোটবেলা থেকেই বড়দের মুখে শুনে আসছি। স্বপ্নে দাঁত পড়ার ব্যাখ্যাও আমরা বড়দের কাছে অনেকেই শুনেছি। আপনার অনেকেই জানেন স্বপ্নের মধ্যে দাগ করতে দেখলে আয়ু কমে যাবার সম্ভাবনা থাকে। এই ব্যাখ্যাটি সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা বলেই আমরা শুনে এসেছি।
মানুষের মৃত্যুর ওপর কারো হাত নেই। কখন কোন পরিস্থিতিতে আমাদের মৃত্যু হবে তা আগে থেকে কেউই বলতে পারবে না। একজন মানুষ কখনোই বলতে পারবেনা তার আয়ু কতদিন আছে কিংবা সে আর কতদিন বাঁচতে পারে।
কেউ কেউ স্বপ্নের এই ব্যাখ্যাগুলো বিশ্বাস করতে চায় না। বিশ্বাস ও অবিশ্বাসের ব্যাপার সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। তবে বেশিরভাগ স্বপ্ন বিশ্লেষকগণ অনেক অনেক বই পুস্তক ঘেঁটে গবেষণা করেই স্বপ্নের ব্যাখ্যা করে থাকেন। এক্ষেত্রে তারা পূর্বের অনেক বইয়ের সাহায্য নিয়ে থাকেন। ইসলামিক ভাবে স্বপ্নের ব্যাখ্যা করার জন্য তারা অনেক ইসলামিক বই পুস্তকের সাহায্য নেন এবং হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। তবে তারা কখনো এমনটা বলেন না স্বপ্নে যা দেখছেন তার ব্যাখ্যা আপনার জীবনের সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে। আপনার জীবনের সাথে না মিললেও এমনটা ঘটার সম্ভাবনা বেশি থাকে বলেই স্বপ্নের ব্যাখ্যা করা হয়।