সোহরাওয়ার্দী হাসপাতাল মোবাইল নাম্বার

মানুষের বিপদ আপদ কখন আসবে তা কেউই বলতে পারেনা। চলতে চলতে হঠাৎ করে যে কোন মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। যেমনভাবে আমরা মৃত্যুর কথা কেউই বলতে পারব না ঠিক একই ভাবে কখন আমাদের অসুস্থতা আসবে আমরা হয়তো আগে থেকে টের পাব না। আমরা অনেক সময় দেখে থাকি চোখের সামনে যে কোন ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে সেবা দেওয়ার মতো কোনো লোক থাকে না।

মানবিকতার খাতিরে এই ধরনের ঘটনার সাক্ষী হলে অসুস্থ ব্যক্তিকে অবশ্যই যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। প্রাথমিক সেবা নিশ্চিত হলে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করতে হবে। আপনারা যদি হাসপাতালে ভর্তি করানোর কোন উপায় খুঁজে না পান তাহলে সরাসরি হাসপাতালে যে কোন নাম্বারে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর কথা বলতে পারেন।

হঠাৎ করেই পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি করাতে হয়। এই কথাগুলো আপনাদের কাছে অপ্রয়োজনে মনে হলেও এগুলো তারাই বুঝতে পারবেন যাদের সাথে পূর্বে এমন ঘটনা ঘটেছে। এমন ঘটনা ঘটলে কতটা অসহায় লাগে তা বোঝা সবার পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারগুলো তারাই ফিল করতে পারবে যারা অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে ঘোরাঘুরি করেছেন।

অসুস্থ মানুষকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেয়ে সবচেয়ে সুবিধা জনক হয় যদি আগে থেকেই হাসপাতালে জানিয়ে রাখতে পারেন এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সেখানে নিয়ে যেতে পারেন। এর জন্য প্রতিটি হাসপাতালের মোবাইল নাম্বার আপনাদের কাছে রাখার প্রয়োজন হবে। প্রতিটি হাসপাতাল বলতে আপনার বাড়ির আশেপাশের প্রতিটি হাসপাতালের কথা বুঝিয়েছি। যদি সবগুলো হাসপাতালের মোবাইল নাম্বার নিজের সংগ্রহে রাখতে না পারেন তাহলে ন্যূনতম একটি হাসপাতালে মোবাইল নাম্বার নিজের কাছে রাখা উচিত।

আপনারা যারা ঢাকায় বসবাস করেন তাদের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা খুবই কষ্টকর। ঢাকা শহরের বর্তমান জ্যামের অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত। এত জ্যামের মধ্য দিয়ে নির্দিষ্ট গন্তব্যে সঠিক সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব নয়। তাই যদি আপনাদের কখনো হাসপাতালে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আগে থেকেই মোবাইল ফোনের মাধ্যমে তাদের জানিয়ে দিতে পারবেন।

সোহরাওয়ার্দী মেডিকেল সম্বন্ধে আপনার সকলেই জানেন। এই হাসপাতালে চিকিৎসা সেবা সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের স্পষ্ট ধারণা রয়েছে। সোহরাওয়ার্দী মেডিকেলের মোবাইল নাম্বার সংগ্রহের জন্য আমাদের সাথেই থাকুন। আশা করি আমাদের পোস্টগুলো আপনাদের অনেক উপকারে আসবে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর ঠিকানা ও যোগাযোগ:
ঢাকা শের-ই-বাংলানগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর পাশে অবস্থিত হাসপাতালটি।
যোগাযোগ করার নাম্বার 91308100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *