মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার নিয়ম

আপনারা অনেকেই হয়তো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন কেউ আপনাকে মোবাইল ফোনে বিরক্ত করে এবং আপনি তার পরিচয় জানতে চান। আপনারা এমন প্রশ্ন করেছেন যে মোবাইল নাম্বার দিয়ে কারো পরিচয় বের করা সম্ভব কিনা। তো আজ আপনারা জেনে নিতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা সম্ভব কিনা এবং সম্ভব হলে কিভাবে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করতে পারবেন।

আপনারা সবাই জানেন যে মোবাইল ফোনের সিম ক্রয় করতে গেলে আমাদের রেজিস্ট্রেশন করতে হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করার সময় আমাদের সকল তথ্য তাদের কাছে হালনাগাদ করা হয়। যেহেতু আমাদের জাতীয় পরিচয় পত্রে আমাদের সকল তথ্য দেওয়া থাকে এবং সেখানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের সময় আমাদের জাতীয় পরিচয় পত্র নেওয়া হয় এবং সে অনুযায়ী তথ্যগুলো তাদের কাছে সংরক্ষণ করা হয়। সুতরাং আমাদের সিম রেজিস্ট্রেশনের সময় সেম কোম্পানি আমাদের সকল তথ্য তাদের কাছে রেখে দেয় যেন পড়ে যদি তাদের কোন প্রয়োজন হয় তাহলে জেনে নিতে পারে এই সিমটি কোন ব্যক্তির কাছে রয়েছে।

বর্তমান সময়ে সাইবার ক্রাইমের পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় প্রতিটি দেশের সরকার সাইবার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে চলেছে।কেউ যেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন অপব্যবহার না করতে পারে তার জন্য প্রতিটি সেক্টরে আলাদাভাবে নজর দেওয়া হচ্ছে। অনেক অসৎ ব্যক্তি রয়েছে যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধাগুলোকে কাজে লাগিয়ে নানা ধরনের অপরাধ সৃষ্টি করে চলেছে। এইসব অপরাধ দমন করার জন্য সরকার প্রত্যেক ব্যক্তির সিম রেজিস্ট্রেশনের সময় বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে। এ থেকে আপনারা যদি রেজি স্টেশন করা সিম থেকে কোন ধরনের অনৈতিক কার্য-কর্ম করতে চান তবে তারা খুব সহজেই বুঝে নিবে এই সিমটি কোন ব্যক্তি ব্যবহার করছে।

প্রতিটি অফিসের মোবাইল ফোনের একটি আইএমইআই নাম্বার থাকে এবং সেটি ওই মোবাইল ফোনের পরিচয় নিশ্চিত করে। উন্নত প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনটি কে ব্যবহার করছে এবং মোবাইল ফোনে কোন সিম রয়েছে তা নিশ্চিত করা সম্ভব। এমন হলে আমরা খুব সহজেই জেনে নিতে পারবো একটি মোবাইল নম্বর কোন ব্যক্তি ব্যবহার করছে। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য ব্যাপারটি খুব কঠিন কারণ কোন মোবাইল ফোন অপারেটর তাদের কাছে থাকা তথ্য সাধারণ মানুষের সাথে শেয়ার করতে চাইবে না। যদি জরুরী কোন প্রয়োজন হয় তবে নিরাপত্তা বাহিনী অথবা সরকারের বিশেষ কোন কমিটির কাছে এসব তথ্য হস্তান্তর করতে পারে।

সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাধারণ মানুষের পক্ষে এসব তথ্য জেনে নেওয়া খুবই কঠিন কাজ। তবে আমরা চাইলে অন্য কোন উপায়ে মোবাইল নাম্বারের মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারব। এর আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ফেসবুক আইডি বের করা যায়। এই পদ্ধতিটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন কারণ যেকোনো ব্যক্তির ফেসবুক আইডি থেকে বোঝা যাবে যে এই মোবাইল নম্বরের মালিক কে। এছাড়াও আপনারা ইমোর মাধ্যমে যে কোন মোবাইল নাম্বারের মালিক কে সনাক্ত করতে পারবেন।

ইমোতে যদি কোন নাম্বার কন্টাকে এড করা থাকে এবং ওই ব্যক্তির যদি ইমোতে একাউন্ট করা থাকে তবে আপনারা জেনে নিতে পারবেন একাউন্টে কার এবং নম্বরটির মালিক কে। তবে যদি ইমোতে ওই ব্যক্তির অ্যাকাউন্ট করা না থাকে তবে জেনে নেওয়া অনেক কঠিন।

মোবাইল নাম্বারের মাধ্যমে পরিচয় জেনে নেওয়ার সকল পদ্ধতি গুলো জানতে আমাদের পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ে ফেলুন। আশা করি আপনারা কোন সমস্যায় পড়লে খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন। সব সময় আমাদের সাথেই থাকুন আর সাপোর্ট করতে থাকুন।

4 thoughts on “মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার নিয়ম

  1. আসসালামু আলাইকুম মা কেমন আছেন ভালো আছেন নি আমি অনেক দুঃখিত আমি অনেক কষ্টের মাঝে আছি আমি চিন্তা নেই মা আমি অনেক কষ্টে আছি লাম কিন্তু অসুবিধার কারণে আমি কোন কাজ করতে পারি আমি অনেক কষ্টে আছি না কোন কিছু বলতে পারিনা আমি আমার টেলিটক নম্বর দয়া করে কল করে আমার বুকের ভেত

    1. জেলা বগুড়া থানা কাহালু ইউনিয়ন নাহরট গাম লহরা পাড়া আমাদের গামে ২০ থেকে ২৫ জন মাসতান ও আস্তর আলা সন্তাসী বানি তারা বাসায় বাসায় গিয়ে চানদা আদায় করে চানদা না দিলে মার ধ র করে তার একটা ভিডিও আমার কাছে আসে

  2. কিডনি বিক্রি করতে চাই,,কি করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *