হানিফ কাউন্টার মোবাইল নাম্বার চট্টগ্রাম

আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ভ্রমন করতে খুব ভালোবাসেন। সারা দেশে ভ্রমণ করার জন্য বেশিরভাগ মানুষই সড়ক পথ বেছে নেয়। সড়কপথে বেশ কিছু উন্নত মানের বাস রয়েছে যেগুলো আপনার জন্য খুব ভালো সার্ভিস দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আপনি যদি সড়কপথে ভ্রমণ করতে চান তাহলে হানিফ পরিবহন পছন্দের তালিকায়।

বাংলাদেশে এমন মানুষ খুব কমই আছে যে হানিফ পরিবহনের নাম শোনেনি। হানিফ পরিবহন দীর্ঘদিন ধরে সফলতার সাথে সড়ক পথে রাজত্ব করে চলেছে। ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের প্রথম পছন্দ হলো হানিফ পরিবহন। হানিফ পরিবহনের মাধ্যমে খুব সহজে এক বিভাগ থেকে অন্য বিভাগে ভ্রমণ করা সম্ভব। আপনি যদি বাংলাদেশের কোন দর্শনীয় স্থান ভ্রমণ করতে চান তাহলে হানিফ পরিবহনের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন।

অনেকের কাছে ভ্রমণের জন্য রেলপথ কে সবচেয়ে বেশি সুবিধা জনক মনে হয় ‌। কিন্তু চাইলেই যে কোন সময় ট্রেনের টিকেট পাওয়া সম্ভব হয় না। ট্রেনের টিকেট পাওয়ার জন্য দুই তিন দিন আগে থেকে চেষ্টা করতে হয়। হঠাৎ করে যদি কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমি পরিবহনের পাশের টিকেট কেটে রাখতে পারেন। হানিফ পরিবহনের বাসের টিকেট যে কোন স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে কাটতে পারবেন।

একটা সময় ছিল যখন বাসস্ট্যান্ডে গিয়ে টিকেট কেটে রাখতে হতো। যেহেতু এখন ডিজিটাল যুগ এবং সব কাজকর্ম কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাই অনলাইনের মাধ্যমে টিকেট কাটা খুব সহজেই সম্ভব। এজন্য আপনাদের জেনে নিতে হবে অনলাইনের মাধ্যমে কিভাবে টিকেট কাটতে হয়। বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবহন কোম্পানি অনলাইনের মাধ্যমে টিকেট কাটার ব্যবস্থা রেখেছে শুধুমাত্র লোকাল বাস গুলো ছাড়া। অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি বিভাগীয় শহরগুলোর বাসের টিকেট কেটে নিতে পারবেন।

হঠাৎ করেই যদি আপনার অন্য কোনো বিভাগে যাওয়ার প্রয়োজন পড়ে তখন অল্প সময়ের মধ্যে টিকেট সংগ্রহ করা খুবই কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় বাড়ি থেকে স্টান্ডে গিয়ে টিকেট কাটা সম্ভব হয় না। আপনি যদি হানিফ পরিবহনের বাসের টিকেট সংগ্রহ করতে চান তাহলে হানি ফ কাউন্টারের মোবাইল নাম্বার আপনার কাছে রাখতে হবে। হানিফ পরিবহনের কাউন্টারের নাম্বার আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে যেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আজ আমরা হানিফ পরিবহনের চট্টগ্রামের মোবাইল নাম্বার গুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এখন থেকে খুব সহজেই আপনারা হানিফ পরিবহন সংক্রান্ত সকল তথ্য মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন।

চট্টগ্রাম বিভাগে হানিফ কাউন্টারের যেসকল কাউন্টার রয়েছে তাদের একটি তালিকা ও মোবাইল নাম্বারসহ প্রদান করা হল. নিচের তালিকা থেকে তা দেখতে পাবেনঃ

কাউন্টার নাম ফোন নম্বর
১.বোরোপুল মোবাইল নং: ০৩৯৩০০৮৬৩৬৬
২.ওলোনকার মোবাইল নং: ০৩৯৩০০৮১৮৭৬
৩.বিএমএ গেট মোবাইল নং: ০১৮২৭১২৩১৫১
৪.বিআরটিসি মার্কেট কাউন্টার মোবাইল নং: ৬৩৮৩২২, ০১১৯১৭০৬৭২৫, ০১৭১১০৭১৪৩
৫.বাহদ্দারহাট কাউন্টার মোবাইল নং: ৬৫৬০৮৮, ০১৭১৩১০৭৪৪৭
৬.সিনেমা প্যালেস কাউন্টার মোবাইল নং: ৬০৩৪৩০, ০১৭১৩-১০৭১৪৬
৭.নতুন মুন্সুরবাদ কাউন্টার মোবাইল নং:০১১৯১৭০৬৭২৪, ০১৭১৩-১০৭১৪৪
৮.দামপাড়া কাউন্টারস মোবাইল নং: ০১৭১৩-৪০২৬৬৪
৯.একে খান কাউন্টারস মোবাইল নং: ০১৭১৩৪০২৬৬৫, ০১৭১৩৪০২৬৬৭
১০.খাগড়াছড়ি কাউন্টারস মোবাইল নং ০১৭৫৬-৯৪৬৩৯১
১১.রাঙামাটি কাউন্টারস মোবাইল নং:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *