অনেকেই বছরের বিভিন্ন সময় নফল রোজা রাখতে চান, কিন্তু সমস্যা হল রমজান মাস ছাড়া বছরের অন্যান্য সময় গুলোতে ফজরের নামাজের আজান সাধারণত ওয়াক্ত শুরু হওয়ার কিছু পরে । তাই অনেকে বুঝতে পারেন না যে সুবহে সাদিক কখন শুরু হয়। আপনারা যারা নফল রোজা বা ফজরের ওয়াক্ত বা সুবহে সাদিক কখন শুরু হয় তাহলে সঠিক তথ্যটি অনুসন্ধান করছেন হ্যাঁ আমরা আপনাদের আজকে জানিয়ে দেবো সুবহে সাদিক কখন শুরু হয় আপনি যদি জানতে চান সুবহে সাদিক কখন শুরু হয় তাহলে আজকের এই পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনি আপনার যে তথ্যটি অনুসন্ধান করছেন সেটার উত্তর ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন।
সুবহে সাদিক কি?
সুবহে সাদিক রাতের শেষ ভাগের অংশকে বোঝানো হয়েছে। রাতের শেষ দিকে পূর্ব দিগন্তের উভয় দিকে ক্ষীণ প্রশস্ত আকারে যে আলো প্রকাশ পায় তখন থেকে থেকেই ফজরের সময় শুরু হয়। ফিকহের পরিভাষায় এই সময়টির নাম সুবহে সাদিক।
সুবহে সাদিকের শেষ সময়
সূর্য দিগন্তের ১৮ ডিগ্রি নিচে থাকতেই সুবহে সাদিকের সময় আরম্ভ হয়ে যায়। দুনিয়ার প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ গুলোতে সাধারণত ১৮ ডিগ্রিতে সুবহে সাদিক ধরে আযান হয়ে আসছে। কোনো কোনো অঞ্চলে ১৯ ডিগ্রি হিসাবেও আযান হয়েছে। আমাদের এই উপমহাদেশের পুরাতন ক্যালেন্ডারগুলো ১৮ ডিগ্রি হিসাবে তৈরি হয়ে আসছিল তাই আমরা সেই পুরাতন নিয়ম অনুসরণ করে সুবহে সাদিকের শেষ সময় নির্ধারণ করি। পরবর্তীতে সেই পদ্ধতি অনুসরণ করে ইসলামিক ফাউন্ডেশন ফজরের নামাজের ওয়াক্তের সময় দিয়েছেন। এবং পুরো দেশের আমল চলছে বা নামাজের সময়সূচী চলছে সেই নিয়ম অনুসরণ করে।
সুবহে সাদিক কয়টায় শুরু হয়
ফজরের নামাজের পরপরই শুরু হয় সুবহে সাদিক, মানে রাতের একেবারে শেষ অংশে সুবহে সাদিকের সূচনা হয়।মুসলিম জ্যোতি র্বিজ্ঞানীদের অধিকাংশই নিজেদের পর্যবেক্ষণের যে ফলাফল উল্লেখ করেছেন, তা হল- সূর্য দিগন্তের আঠারো ডিগ্রি নিচে থাকতেই সুবহে সাদিক উদিত হয়ে যায়। তাদের উল্লেখযোগ্য একটি অংশ সূর্য উঠবে উনিশ ডিগ্রি নিচে থাকতেই সুবহে সাদিক উদিত হয় বলে পর্যবেক্ষণে বলেছেন। এক-দুজন বিশ ডিগ্রির কথাও উল্লেখ করেছেন। তবে ইসলাম কারো কথা অনুযায়ী চলে না কুরআন মাজীদে স্পষ্টভাবে সুবহে সাদিক কখন সে কথাটি বর্ণনা করা হয়েছে।
আপনারা যারা সুবহে সাদিক কখন শুরু হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি জানতে চাচ্ছিলেন আপনারা চাইলে আমাদের এখান থেকে আপনি আপনার উত্তরটি জেনে নিতে পারেন।