শবে মেরাজ হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ পুরো মুসলিম বিশ্বে অনুষ্ঠিত হয়ে থাকে। শবে মেরাজের রাতের নামাজের ফজিলত অনেক বেশি। তাই বাংলাদেশ সহ পুরো বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মেরাজের রাত খুব গুরুত্ব সহকারে পালন করে থাকে। তবে অনেকেই জানেন না শবে মেরাজের নামাজ কয় রাকাত পড়তে হয়, তাই অনেকেই গুগল সহ অনেক জায়গায় শবে মেরাজের নামাজ কয় রাকাত পড়তে হয় এই প্রশ্নের উত্তরটি জানার জন্য অনুসন্ধান করছেন। বর্তমান সময়ে আধুনিকতার জন্য আমরা অনেকেই শবে মেরাজের ইতিহাস ভুলতে চলেছি। তাই আমরা অনেকেই জানিনা শবে মেরাজের নামাজ কয় রাকাত করে পড়তে হয়। তাই আপনাদের জন্য বিস্তারিত ভাবে আজকের আর্টিকেলটিতে তুলে ধরেছি শবে মেরাজের নামাজ কত রাকাত আদায় করতে হয়।
শব অর্থ হচ্ছে রাত্রি। আর মেরাজ অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন। আর এরই ধারাবাহিকতায় আমরা বলতে পারি ঊর্ধ্ব গমনের রাত্রি শবে মেরাজ। এই রাত্রিতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে মহান আল্লাহতালা সাত আসমানের উপরে নিয়ে গেছিলেন। এরই জন্য এই রাত্রিকে শবে মেরাজ বলা হয়।
শবে মেরাজ এর নামাজ পড়ার নিয়ম দুই রাকাত এর নিয়তে করে কমপক্ষে ১২ রাকাত নফল নামাজ আদায় করতে হয়। এছাড়া ও আপনি বিভিন্ন নফল ইবাদাত সহ আর বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন। তবে মনে রাখবেন এশার নামাজ আদায় করারা সময় তিন রাকাত বিতির নামাজ আদায় যাবে না। এই তিন রাকাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজ আদায় এর পর।শবে মেরাজ এর নিয়ত অন্যান্য নফল নামাজের মতই এই নামাজের নিয়ত করবেন আপনি যে সকল নফল নামাজ আদায় করেন সেই নিয়ম অনুসারে।
এই দিনে সকল মুসলিম জাতি রাত জেগে মহান আল্লাহ তায়ালার ইবাদত করেন। মেরাজের রাতের প্রত্যেকটি নামাজের প্রত্যেক রাকাতে অবশ্যই সূরা ফাতিহা এবং ফাতিহার পরে আরেকটি সূরা অন্তর্ভুক্ত করতে হবে। এই সূরা পাঠ করার পর প্রতি রাকাতে একটি রুকু ও দুটি সাজদাহ করতে হবে। দুই রাকাতের পর বসে তাশাহুদ ও দুরুদ শরীফ পড়তে হবে।
আপনারা যারা শবে মেরাজের নামাজ কয় রাকাত পড়তে হবে বা কয় রাকাত নামাজ পড়াটা উত্তম এই প্রশ্নের উত্তর জানার জন্য বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন তাদের জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে এই প্রশ্নের সঠিক উত্তরটি প্রদান করেছি। আপনারা আমাদের এখান থেকে আপনাদের এই প্রশ্নের উত্তরটি জেনে নিতে পারবেন।