শব্দ কত প্রকার

বাক্য গঠ‌নের মূল উপাদান হল শব্দ। এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে শব্দ গঠিত হয়। বাংলা ব্যাকরণে শব্দ গুরুত্বপূর্ণ একটি অংশ। একটি বাক্যকে পূর্ণতা দান করতে শব্দের গুরুত্ব অপরিহার্য। শব্দের বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। শব্দ দ্বারা একটি বাক্যের পূর্ণতা লাভ পায়। আপনারা অনেকেই শব্দ সম্পর্কে জানতে বেশ আগ্রহী।

অনেকেই শব্দ কত প্রকার এই বিষয়টি জানার জন্য গুগলে বারবার সার্চ করে এ প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করেছিলেন
আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই প্রসঙ্গে আলোচনা করব । আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের আর্টিকেলটি একটু মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন আপনার প্রশ্নের সঠিক উত্তরটি। চলুন তাহলে দেখে নেয়া যাক শব্দ কত প্রকার।

শব্দ কত প্রকার এ প্রশ্নের উত্তর টি জানার আগে শব্দ সম্পর্কে জানে রাখাটা ভালো এক বা একাধিক ধ্বনির সম্মিলনে তৈরি অর্থবোধক ও উচ্চারণ যোগ্য একককে বলা হয় শব্দ। অর্থাৎ ধ্বনির অর্থপূর্ণ মিলন ঘটলে তাকে শব্দ বলে। আরেকটু সহজ ভাষায় বলতে গেলে এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোন অর্থ প্রকাশ করে সাধারণত তখন তাকে বলা হয় শব্দ । যেমন- বল, কলম, আম প্রভৃতি।

বাংলা ব্যাকরণ অনুসারে ও বাংলা ভাষার শব্দের উৎপত্তি দিক থেকে শব্দকে মূলত পাঁচটি ভাগে বিভক্ত করা হয়।
১. তৎসম শব্দ ২. অর্ধ তৎসম শব্দ ৩. তদ্ভব শব্দ ৪. দেশি শব্দ ও ৫. বিদেশি শব্দ।

আপনারা যারা শব্দ কত প্রকার এ বিষয়টি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে এ বিষয়ে আলোচনা করা হলো। আপনারা আমাদের এখান থেকে এসে আপনাদের প্রশ্নের উত্তরটি জেনে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *