রমজানের এক মাস সিয়াম-সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনটি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন হিসেবে ধার্য করেছেন। কিন্তু এই মাসে ছয়টি রোজা রাখার জন্য নির্দেশ রয়েছে। শাওয়াল মাসের এই ছয়টি রোজার অনেক গুরুত্ব ও অনেক ফজিলতের কথা বলা হয়েছে। তাই আপনারা যারা শাওয়াল মাসের রোজা কখন রাখতে হয় এই প্রশ্নটির উত্তর জানতে চান তাহলে আমাদের এখানে দেখে নিন।
ঈদ পরবর্তী শাওয়াল মাসের রোজা রাখার উত্তম সময় হল ঈদের পরের ৬ দিন। তবে কোন বাধ্যবাধকতা নেই যে এই ছয়দিনের মধ্যেই এই রোজা পালন করতে হবে। আপনি শাওয়াল মাসের ৩০ দিনের মধ্যে যেকোনো ছয় দিন এই রোজা পালন করা যাবে।
তবে শাওয়ালের মাসের রোজা ধারাবাহিকভাবে রাখাই ফজিলত পূর্ণ। যাদের রমজানের রোজার কাজা আছে, তাদের জন্য শাওয়ালের মাসের রোজা রাখা জরুরি নয়। তাই আগে রমজানের রোজার কাজা আদায় করা। তারপর সম্ভব হলে শাওয়ালের রোজা আদায় করা।