সালাতুল তাসবিহ নামাজের সময় কখন

সালাতুত তাসবিহ নফল নামাজ। কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবাদত। আর এই নামাজে অশেষ সওয়াব। তাই আপনারা অনেকেই জানতে চেয়েছেন বা ইন্টারনেটে অনুসন্ধান করছেন সালাতুল তসবিহ নামাজের সঠিক সময় ও কোন সময় নামাজ পড়লে উত্তম হয় এইসব প্রশ্নের উত্তর জানার জন্য আপনারা অনুসন্ধান করছেন। আপনাদের বলব এই প্রশ্নটির উত্তর জানতে হলে আপনারা আমাদের এই আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি।

গভীর রাতে বা রাতের শেষ অংশে সালাতুল তসবিহ নামাজটি পড়ার উত্তম একটি সময়। তাই সালাতুত তাসবিহ নামক ফজিলতপূর্ণ নামাজ পড়া যেতে পারে। হাদিস শরিফে এসেছে, রাসুল (সা.) তাঁর চাচা হজরত আব্বাস (রা.)-কে বলেছিলেন, ‘চাচা, পারলে আপনি সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহে একবার, তাও না পারলে মাসে একবার, তাও না পারলে বছরে একবার পড়বেন।

অন্তত জীবনে একবার হলেও এ নামাজ পড়বেন। এ নামাজ দ্বারা জীবনের ছগিরা, কবিরা, ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, নতুন, পুরনো, গোপন, প্রকাশ্যসব রকম গুনাহ মাফ হয়ে যায়। এই নামাজ পড়ার জন্য শবেবরাত হলো উপযোগী সময়। কারণ শবে বরাত রাতে মুসল্লিরা রাত জেগে ইবাদতে মশগুল থাকে।
প্রত্যেক রাকাআতে ৭৫ বার তাসবিহ আদায়ের মাধ্যমে ৪ রাকাআতে মোট ৩০০ বার তাসবিহ পড়তে হয়।

আপনি ৪ রাকাআত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাআতে সুরা ফাতেহা পাঠ করবেন এবং যে কোনো একটি সুরা পাঠ করবেন। অর্থাৎ প্রত্যেক রাকাআতে এ তাসবিহটি ৭৫ বার করে আদায় করতে হবে।

আপনারা যারা সালাতুল তসবিহ নামাজের সময় কখন এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমাদের এখান থেকে আপনি আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিতে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *