জন্ডিস এই শব্দটির সাথে আমরা অনেকে পরিচিত। এটা মানবদেহের একটি অসুখের নাম। ডাক্তারদের ভাষায় এটা কোন রোগ নয়, বরং রোগের একটি উপসর্গ। একটি মানবদেহের রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি হয়ে গেলে সাধারণত একটি মানুষের জন্ডিস হয়ে থাকে। জন্ডিস হলে সাধারণত শরীর হলুদ হয়ে যায়, খাওয়ার রুটি থাকে না, বমি বমি ভাব হয়, প্রসাব হলুদ হয়। এটি একটি মারাত্মক রোগ উপসর্গ এটা মানুষের লিভার পর্যন্ত নষ্ট করে দেয়। আপনারা অনেকেই জন্ডিস কত প্রকার এই বিষয়টি জানতে চেয়েছেন আমাদের আজকের এই আর্টিকেলতে তা জানিয়ে দেয়া হলো।
জন্ডিসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়।
১.হেমোলাইটিক জন্ডিস
২. হেপাটোসেলুলার জন্ডিস ও
৩. অবস্টোকটিভ জন্ডিস।
আপনারা যারা জন্ডিস কত প্রকার এই বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছিলেন আমরা আমাদের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের তা জানিয়ে দিলাম। আপনারা আমাদের এখান থেকে এসে আপনাদের প্রশ্নের উত্তরটি জেনে নিন।