সাদা স্রাব কখন হয়

সাধারণত মেয়েদের যেমন মাসিক নিয়মিত হয় তেমনি সাদাস্রাব টা নিয়মিত হয় না। তবে বেশিরভাগ মেয়ের মনে সাদা স্রাব নিয়ে অনেক প্রশ্ন থাকে, কিন্তু তারা লজ্জাই ডাক্তারের কাছে এই প্রশ্নগুলো করে সঠিক উত্তর নিতে পারেনা তাই বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জানতে চাই যেমন সাদাস্রাব কখন হয় এটা অতিরিক্ত হলে কি করনীয় এসব বিষয়ে তারা অনেকটাই অজানা তাই যারা এসব বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের আমাদের আর্টিকেলটি পড়ুন আর আপনার অজানা সকল তথ্য জেনে নিন।

সাদাস্রাব যখন হয়

তাহলে চলুন জেনে নেই সাদাস্রাব কখন হয় বয়ঃসন্ধিকালে, গর্ভাবস্থায় থাকাকালীন, যৌন মিলনের সময়কালে, এমনকী যৌন আবেগের কারণেও নারী শরীর থেকে সাদা স্রাব নির্গত হতে পারে। শুধু তাই না, মহিলা হস্তমৈথুন করলে কিংবা ডিম্বাণু নিঃসরণ কালেও এটি দেখা দিতে পারে। এবং কেন হয় সাধারণত একজন মেয়ের প্রথম মাসিক হওয়ার সময় থেকেই যোনিপথ থেকে স্রাব শুরু হয় এবং চলতে থাকে মেনোপজ পর্যন্ত আর এটাতেই সাদাস্রাব বলে। পিরিয়ডের সময় মানুষের চাপ থাকলে বা বিভিন্ন কারণে কোন মহিলার সাদা স্রাবের তারতম্য করতে পারে।

অনেক মেয়ে এ সম্পর্কে অনেক কিছু জানেনা তাদের মনে অনেক ভুল ধারণা জন্ম হয়ে থাকে। একাধিক ও নানা ধরনের সমস্যা থাকলেও এ বিষয়ে মেয়েরা মুখ খুলতে লজ্জা পায়। সাদা স্রাব বা লিউকোরিয়া প্রায় প্রতিটা মহিলারই নয়। শারীর বৃত্তীয় বা জীবন শৈলী সংক্রান্ত কারণে এটি হলে দুশ্চিন্তার কোনও কারণ নেই,তবে উদ্বেগের কারণ তখন হয়, যখন এর রঙ, পরিমাণ বা গন্ধ অস্বাভাবিক ধরণের হয়। স্রাবের রঙ ধূসর, বাদামী, সবুজ বা হলুদ হলে কিংবা দুর্গন্ধযুক্ত হলে গাফিলতি না করে, গুরুত্ব দিয়ে অবশ্যই সচেতন হওয়া উচিত।

যে সব কারণ ও অসচেতনতার কারণে সাদাস্রাব বেশি হয় পুষ্টির অভাব, অপর্যাপ্ত পরিমাণ বিশ্রামের কারণে সাদাস্রাবের বেশি হতে পারে। অপরিষ্কার অন্তবাস, স্যাঁতসেতে পরিবেশে জামা কাপড় রাখা পিরিয়ডের সময় ন্যাপকিন সময় রাখা ইত্যাদি নানা কারণে এ ধরনের সমস্যায় পড়তে হয়। সাদা স্রাব বা লিউকোরিয়া নিয়ে অনেক নারী চিন্তিত থাকেন। অনেক নারীর ধারণা, সাদা স্রাবের ফলে শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং স্বাস্থ্য ভেঙে পড়ে। তবে ডাক্তারদের ভাষা অনুযায়ী লিউকোরিয়া নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কিছু ব্যতিক্রম বাদে এটি খুবই প্রাকৃতিক প্রক্রিয়া।

প্রত্যেক মানুষের জিনগত বৈশিষ্ট্য একই রকম হয় না। ফলে স্রাবও কমবেশি হতে পারে। এ নিয়ে ভয়ের কিছু নেই। সাদা স্রাব নারীর যোনিকোষ এবং টিস্যুকে সুস্থ রাখে। এটি একজন নারীর প্রজনন অঙ্গের নিজেই নিজেকে পরিষ্কার করার উপায়। তাই সাদা স্রাব নিয়ে যত পুরোনো গল্প আপনি জানতেন, সব ভুলে যান। নিশ্চিন্ত থাকুন এবং আপনার শরীরের সার্বিক যত্ন নিন।

অতিরিক্ত সাদাস্রাব বা লিউকোরিয়া প্রত্যেক মেয়েরই একটি সাধারণ সমস্যা। তবে এই সমস্যা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। তবে খুব বেশি হলে তা অবশ্যই তা উদ্বেগের বিষয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি আমরা আপনাদের কাঙ্খিত প্রশ্নের অজানা তথ্যগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *