ইসলাম শান্তির ধর্ম। আর এই শান্তিকে বজায় রাখার জন্য পবিত্র কুরআনে বিভিন্ন আয়াত রয়েছে যে আয়াতের মাধ্যমে মানুষ কে জানিয়ে দেয়া হয়েছে কিভাবে ইসলামের বিধান অনুযায়ী তাদের জীবন চালাবে। কোরআন মাজীদে নির্দিষ্ট সংখ্যক সূরা ও আয়াত দ্বারা বিন্যস্ত। সূরা বলতে আল কোরআনের কতকগুলো আয়াতের সমষ্টিকে বোঝায়। যে আয়াত গুলো থেকে মানুষ তার জীবনের সমস্যাগুলো দূর করতে পারবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন হুকুমের দিক দিয়ে আয়াত কত প্রকার। চলুন তাহলে আজকের এই আর্টিকেলটি থেকে দেখে নেয়া যাক হুকুমের দিক দিয়ে আয়াত কত প্রকার।
ইসলামের বিধান অনুসারে ও হুকুমের দিক দিয়ে আয়াত কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়।
১. হালাল ২. হারাম ও ৩.আমছাল ।
আপনারা যারা হুকুমের দিক দিয়ে আয়াত কত প্রকার এ বিষয়ে জানতে চাচ্ছিলেন আমাদের আজকের আর্টিকেলটি পড়ুন আর দেখে নিন আপনার প্রশ্নের সঠিক উত্তরটি।