ইসলামের বিধান অনুসারে এক অনন্য ও নফল ইবাদত হলো ফিতরা। ফিতরা হলো সেই নির্ধারিত সাদকা, যা ঈদের নামাজের আগে অসহায় গরিব-দুঃখীদের দিতে হয়। ফিতরা মানে হলো অনাচ্ছাকৃত রোজা ছাড়া। অর্থাৎ যা রমজানের রোজা ছাড়ার কারণে আদায় করতে হয়।যেহেতু ফিতরার মাধ্যমে মানুষ তার পালণীয় রোজার যাবতীয় দোষ গুণ ও ভুলগুলো থেকে আত্মশুদ্ধি ও আত্মার আমলকে নির্মল করার জন্য অসহায়দের মাঝে দেয়া অর্থ ও খাদ্য প্রদান করা আবশ্যক তাই এর নাম ফিতরা।
আপনারা অনেকেই ফিতরা সম্পর্কে জানেন আবারও অনেকেই এই প্রসঙ্গে জানেন না, ফিতারা কিভাবে দিতে হয় কতটুকু নির্ধারণ করলে ফিতারা সঠিক হবে এই প্রসঙ্গে আপনারা জানার জন্য ইন্টারনেটে ও বিভিন্ন জায়গায় খোঁজ করছেন তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেবো। আপনাদের এ প্রসঙ্গটি সম্পর্কে জানতে হলে আমাদের আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ অব্দি একদম মনোযোগ সহকারে পড়তে হবে আর দেখে নিতে হবে ২০২৩ সালে ফিতরা কত।
কারো কাছে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত হয়ে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় বিদ্যমান থাকলে তার ওপর ফিতরা ওয়াজিব হবে। বর্তমান বাজারদর হিসাবে যেহেতু গমের দামই সবচেয়ে কম, তাই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছর আড়াই কেজি গমকে মাপকাঠি ধরে,এ বছর সর্বনিম্ন ৭৫ টাকা। তবে এর মানে এই নয় যে ধনীরাও তাদের ফিতরা ৭৫ টাকাই আদায় করবে। উত্তম হলো, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি মূল্যের খাদ্য বস্তুকে মাপকাঠি ধরে ফিতরা প্রদান করা।
রোজা না রাখলে অথবা রাখতে না পারলেও তার ওপর ফিতরা দেওয়া ওয়াজিব। ফিতরা ওয়াজিব করা হয়েছে প্রথমত রোজাদারদের জন্য। রোজার রাখার ক্ষেত্রে যে কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকলে তার এক ধরনের ক্ষতিপূরণ হিসেবে ফিতরা বিধানটি করা হয়েছে।ও অসহায় মিসকিনদের জন্য ঈদের রিজিকের ব্যবস্থা করার জন্য, যাতে তারাও সবার সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে পারে তার জন্য ইসলাম ধর্ম একটি সুন্দর নিয়ম সৃষ্টি করে দিয়েছে।
একজন মুসলমানের মুখে হাসি ফুটানো উত্তম সদকা। ফিতরা মাধ্যমে সওয়াবের পাশাপাশি গরিব-অসহায়দের ঈদ আনন্দে শরিক করে মুখে হাসি ফোটাবে।
আপনারা যারা ২০২৩ সালে ফিতরা কত এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু তথ্য প্রদান করার চেষ্টা করলাম। আপনারা আমাদের এখান থেকে এসে এই বিষয়টি সম্পর্কে জেনে নিন।