নিরপেক্ষ রেখা ও সম উৎপাদন রেখার মধ্যে পার্থক্য

নিরপেক্ষ রেখা বলতে বোঝায় যে ব্যষ্টিক অর্থনীতিতে নিরপেক্ষ রেখা হলো এমন যে বক্ররেখা যার বিভিন্ন নির্দেশিত ২ বা ততোধিক দ্রব্যের বিভিন্ন সমন্বয় ভোক কারীর নিকট সমভাবে পছন্দ সই হয়। তাই বলা যায় যে ব্যাস্তিক অর্থনীতিতে নিরপেক্ষ রেখা একটি গুরুত্বপূর্ণ সূচক। এই সুযোগ দ্বারাই ভোক্তা অধিকার দের দিকে আমরা বুঝতে পারি যে বক্তা পর্যায়ে মালগুলি অর্থাৎ বিপণনের পণ্যগুলি ঠিকমত যাচ্ছে কিনা। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিতে ভোগ কারীর নিকট সমভাবে কোন দ্রব্যের সমন্বয় হচ্ছে কিনা সে বিষয়টি পরিলক্ষিত হয়। এই রেখা বরাবর ভোক্তা প্রতিটি দ্রব্যের ক্ষেত্রেই সমভাবে সন্তুষ্ট থাকে বলে নিরপেক্ষ রেখা দ্বারা বোঝা যায়। নিরপেক্ষ রেখার ইংরেজি পারিভাষিক শব্দ হচ্ছে- Indifference Curve. অর্থাৎ আমরা বলতে পারি ওই বক্ররেখা কোন বিন্দুতে ভোক্তার কোন নির্দিষ্ট দ্রব্যের প্রতি বিশেষ আকর্ষণ থাকে না।

এই রেখাটি আবিষ্কার করেন এজওয়ার্ড প্যরোটো, হিকস, অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদ। এই রেখা আবিষ্কারের ফলে অর্থনীতির ভোক্তার উপযোগ সমান থাকে এই বিষয়গুলি জানা যায়। এই বক্ররেখা ভোক্তা আচরণ বিশ্লেষণের জন্য অন্যতম একটি নির্ণয়ক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ এই পনথার কারণে এটির সাথে ভোক্তার চাহিদার বিশেষ সম্পর্ক রয়েছে বলে বোঝা যায়। সাধারণত একটি নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়ে থাকে এবং মূল বিন্দুর দিকে উত্তল হয়ে থাকে এটি আমরা পরিলক্ষিত করি। রেখা অঙ্কনের সময় ধরে নেওয়া হয় যে অন্যান্য বিষয় এবং প্রভাবক সমূহ অনির্বশীল এবং ধ্রুবক সাধারণত দুটি অক্ষে দুটি ভিন্ন দ্রব্যের পরিমাণ বসে একটি সমন্বয় গঠন করার মাধ্যমে নিরপেক্ষ রেখা অঙ্কন করা হয়।

এখন তাহলে আমরা দেখি সম উৎপাদন রেখা কি? তার আগে আপনারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং আমাদের ওয়েবসাইট থেকে আপনারা সকল তথ্য গুলি ডাউনলোড করে নিবেন। কারন আমাদের ওয়েবসাইট থেকে যেকোন প্রশ্নের উত্তর অথবা তথ্য গুলি ডাউনলোড করে নেওয়া যায় অতি সহজেই। যেহেতু আমাদের প্রকাশিত তথ্য উপাত্ত গুলি অত্যন্ত সহজ সরল এবং সাবলীল ভাষায় প্রকাশ করে থাকি তাই আপনাদের সকলেরই অবশ্যই বোধগম্য হবে।
সাম উৎপাদন রেখা হলো বিভিন্ন বিন্দু নিয়ে গঠিত একটি রেখা বা সঞ্চারপথ। যার প্রত্যেক বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণে প্রকাশ পায় এবং সেই সংমিশ্রণ গুলো থেকে উৎপাদক সমপরিমাণ উৎপাদন লাভ করে তাকেই সম উৎপাদন রেখা বলা হয়ে থাকে। অর্থনীতিবিদ হেক্স এবং অ্যালোন তারা প্রচলিত তত্ত্বের পরিবর্তে সম উৎপাদন রেখা বা উৎপাদকের নিরপেক্ষ রেখার মাধ্যমে উৎপাদকের আচরণ বিশ্লেষণের চেষ্টা করে থাকেন। ভোক্তার আচরণ বিশ্লেষণ করার জন্য নিরপেক্ষ রেখার সাহায্যে আচরণ নির্ণয় করায় সবচেয়ে ভাল বলে মনে করা হয়। তাই অর্থনীতিতে নিরপেক্ষ রেখার গুরুত্ব অনেক বেশি বলে মনে করা হয়।

নিরপেক্ষ রেখা এবং সাম উৎপাদন রেখার দ্বারা ভোক্তার সম্পর্কে যাচাই-বাছাই করা হয়। আর এই যাচাই-বাছাই করার ক্ষেত্রে করার জন্য গ্যাস্টিক অর্থনীতিতে এটি একটি খুব ভালো বিষয়। তাই বলা যায় যে সম্বোধন রেখা এবং নিরপেক্ষ রেখা দুইটি অর্থনীতিতে মূলত একই শুধু উপস্থাপন পদ্ধতি আলাদা। এই পদ্ধতিতে অর্থনীতিতে ভোক্তার অধিকার সংরক্ষিত হয়। এবং ভোক্তার আচার-আচরণ সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায় এই দুইটি রেখার মাধ্যমে। সম উৎপাদনের পদ্ধতি সম্পর্কে বা এর প্রতিশব্দ হিসেবে আমরা দেখতে পাই যে ISO-Quant. গ্রীক ভাষায় এর ISO অর্থ সমান এবং এর Quant অর্থ পরিমাপ সুতরাং পারিভাষিক দিক থেকে বলা যায় যে সম উৎপাদন রেখা অর্থ সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করে।

আমরা তাই নিরপেক্ষ রেখা এবং সম উৎপাদন রেখা সম্পর্কিত সকল তথ্য আমাদের এই পোস্ট থেকে দেখে নিলাম। তাহলে অর্থনীতির এই বিষয় দুইটির পার্থক্য সম্পর্কিত সকল বিষয় আমরা অবগত হলাম। এখন তাহলে আমরা অর্থনীতির এই বিষয় দুইটি পার্থক্য অবশ্যই করতে পারব বলে আশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *