কেমোথেরাপি এমন একটি থেরাপি যেটা ক্যান্সার রোগীদের জন্য প্রযোজ্য। ক্যান্সারের কথা মনে হলেই সাধারণত এই থেরাপির কথা মনে হয়ে যায়। কেমোথেরাপি হল ক্যান্সারে
বিরুদ্ধে ড্রাগ বা ওষুধের ব্যবহার যা দ্রুতভাবে বিভাজন কারী কোষগুলি যা ক্যান্সারের সৃষ্টি করে তার বৃদ্ধি কম করতে অথবা বন্ধ করতে সাহায্য করে। আপনারা এ বিষয়টি জানার জন্য বা কমথেরাপি কত প্রকার গুগলে বারবার জানতে চাচ্ছেন বা অনুসন্ধান করছেন তাই আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের এই আর্টিকেলটিতে জানিয়ে দেব কমথেরাপি কত প্রকার।
চিকিৎসা বিজ্ঞান অনুসারে কোমথেরাপি কে চারটি ভাগে ভাগ করা হয়।
১. আন্টিটিউমার এন্টিবায়োটিক
২. আন্টিমেটাবোলাইটস
৩. অ্যালকালেনটিং ও
৪. উদ্ভিদ অ্যালকালয়েড।
আপনারা যারা কমথেরাপি কত প্রকার এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের এই পোস্টটির মাধ্যমে এ বিষয়ে জানিয়ে দেওয়া হলো। আপনারা আমাদের এখান থেকে এসে আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিন।