বাত এমন একটি অসুখ যেটা পুরা শরীরে প্রভাব বিস্তার করে। আমাদের মধ্যে অনেকেরই বাত রোগ রয়েছে। এই রোগটা দুঃসহ যন্ত্রণাময় তা যার বাত রোগ হয়েছে সেই বুঝতে পারবে। যেসব কারণে বাত রোগবেশি হয়ে থাকে সেই কারণ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস, স্থূলতা, কিডনি রোগ, সিকেল সেল ইত্যাদি। আপনারা অনেকেই বাত রোগ কত প্রকার এই বিষয়টি জানার জন্য বেশ আগ্রহ প্রকাশ করেছেন। তাই আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেবো।
বাত রোগ সাধারণত বিভিন্ন প্রকারের হয়ে থাকে।যেমন; ১. সন্ধি বাত ২। গেটেবাত ৩। কুটিবাত বা কোমর বাত ৪। মেরুদণ্ড বাত ৫। সায়াটিকা বা স্নায়ুশূল ৬। আমবাত বা এলার্জি ৭। বাতজ্বর ৮। সংক্রামক বাত বা সেপটিক বাত।
আপনারা যারা বাত কত প্রকার এ প্রশ্নের উত্তরটি জানার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে তা জানিয়ে দিলাম। আপনারা আমাদের এখান থেকে এসে আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিন।