ইংরেজি গ্রামার একটি গুরুত্বপূর্ণ অংশের নাম হল article। আমরা এই শব্দটির সঙ্গে অনেকেই বেশ পরিচিত। সাধারণত a, an,ও the এই তিনটি বাক্য নিয়েই article গঠিত।আপনারা article কাকে বলে কত প্রকার ও কী কী এই বিষয়টি জানার জন্য বেশ আগ্রহী। তাই আমাদের আজকের এই আর্টিকেলটির মাধ্যমে জানিয়ে দেবো এই প্রসঙ্গে।
সাধারণত যে সকল বিশেষণ বাচক শব্দ বা অক্ষর নাম এর পূর্বে বসিয়ে তার সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে, তাকে article বলে।
সাধারণত article কে দুটি ভাগে ভাগ করা হয়।
১. Indefinite Article.অনির্দিষ্টতা কে বুঝাতে এটি ব্যবহার করা হয়।
২. Definite Article.নির্দিষ্টতা কে বুঝাতে এটি ব্যবহার করা হয়।
আপনারা যারা জানতে চাচ্ছিলেন article কাকে বলে কত প্রকার ও কী কী আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে তা জানিয়ে দিলাম আপনারা আমাদের ওয়েবসাইটে এসে এই প্রশ্নের উত্তরটি জেনে নিন।