আমরা স্বপ্ন তো দেখি, কিন্তু সব স্বপ্নে কি যা দেখতে চাই তা-ই দেখতে পাই? আমরা যেমনটা চাই তেমনটা সবসময় কিন্তু দেখি না। হয়তো এমন স্বপ্ন দেখতে চাই যা আমাদের জন্য কল্যাণকর কিন্তু সেই স্বপ্নগুলো আমরা দেখতে পাই না। আবার যেসব স্বপ্ন দেখতে চাই না সে স্বপ্নগুলোই বারবার দেখতে হয়। ধরুন, কোন একজন ব্যক্তি স্বপ্নের মধ্যে নিজের প্রিয়জনকে দেখতে চায়। কিন্তু চাইলেই কি প্রিয় জনকে স্বপ্নের মধ্যে দেখা যাবে? চাইলেই কিন্তু কেউ নিজের প্রিয়জনকে স্বপ্নের মধ্যে দেখতে পাবে না। আবার না চাইতেই প্রিয়জনকে বারবার স্বপ্নের মধ্যে দেখতে পাওয়া যায়। এই ঘটনাগুলো আমাদের আশেপাশের অনেক মানুষের সাথেই ঘটে।
আপনি যদি আপনার বন্ধু-বান্ধবকে জিজ্ঞেস করে থাকেন তবে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার কাছে তুলে ধরবে। তবে বিপত্তি বাধে তখন, যখন আমাদের প্রিয়জন এসে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কখনো স্বপ্নে দেখেছো? যারা দেখেছে তারা তো খুব সহজেই এর উত্তর দিতে পারে, কিন্তু যারা দেখেনি তারা কি উত্তর দেবে? এই পরিস্থিতিতে কোন উত্তর দিতে না পারলে ভালোবাসার মানুষ খুব সহজেই বলে দিবে, তুমি আমাকে ভালোই বাসো না। যদি ভালবাসতে, তাহলে ঠিকই আমায় স্বপ্নে দেখতে পেতে। আপনি নিজের প্রিয় জনকে স্বপ্নের মধ্যে দেখতে পাননি এতে নিশ্চয়ই আপনার কোন দোষ নেই, তবে কেন এমনটা হয় তাও কিন্তু জেনে নেওয়া প্রয়োজনীয়।
একটি বিষয় আপনার সবাই হয়তো বুঝতে পারছেন আমরা সারাদিন যে বিষয়গুলো নিয়ে ভাবি স্বপ্নের মধ্যে বেশিরভাগ সময়ই সেই ঘটনাগুলোই দেখতে থাকি। আমরা যদি প্রিয় মানুষকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করি তবে স্বপ্নের মধ্যে বারবার তাকে দেখার সম্ভাবনা বেড়ে যায়। তবে সব মানুষ কিন্তু নিজের প্রিয় মানুষকে নিয়ে সব সময় ভাবে না। অনেকে নিজের লক্ষ্যের কথা ভাবে। সবার জীবনের লক্ষ্য কিন্তু একরকম হয় না। এমন কিছু মানুষ আছে যাদের জীবনের লক্ষ্য নিজের প্রিয় মানুষের সাথে পুরোটা জীবন কাটানো। এখন আপনারা অনেকেই বলতে পারেন ,এটা আবার মানুষের জীবনের লক্ষ্য হয় নাকি? যদি এটা লক্ষ্যই না হয়, তাহলে একটা মানুষ কিভাবে পারে দিনরাত 24 ঘন্টা শুধু নিজের প্রিয় মানুষের কথা ভাবতে? নিশ্চয়ই এই কাজটা না করে তার অন্য কোন লক্ষ্য সেট করা উচিত ছিলো,তাই নয় কি?
আপনার ভালোবাসার মানুষ সব সময় চাইবে আপনি তাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করেন, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন। তবে ভালোবাসার মানুষকে নিয়ে সব সময় কি চিন্তা করা সম্ভব? না, সত্যিই সম্ভব নয়। কারণ আমাদের সকলের ব্যক্তিগত একটা জীবন আছে। ব্যক্তিগত কিছু মুহূর্ত আছে যা শুধু নিজে নিজেই উপভোগ করা সম্ভব। তাই আপনার স্বপ্নে কে আসলো না আসলো, কে থাকলো না থাকলো এতে আপনার কিছু যায় আসে না। আশা করি বিষয়গুলো আপনারা ভালোভাবে অনুধাবন করতে পারছেন।