১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বাঙালি জাতিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ১৯৭১ সালের ২৫ শে মার্চ বাঙালি জাতির ওপর পাকিস্তান বাহিনী ঝাপিয়ে পড়ে। তারা ঘুমন্ত বাঙালি জাতির ওপর পূর্ব পরিকল্পনা অনুসারে মধ্যরাতে নিরস্ত্র বাঙ্গালীদের কে আক্রমণ করে। ওই রাতে নির্মমভাবে হত্যা করা হয় শত শত বাঙালিকে। তারই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন। তাই আপনারা অনেকেই এই স্বাধীন বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্যই জানতে চান। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের আর্টিকেলটিতে জানিয়ে দেবো স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন। তাছাড়া প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য এ ধরনের প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে প্রকাশিত করি। আপনারা গুগলে সার্চ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট ভিজিট করে এ ধরনের প্রশ্নের উত্তর জানতে পারবেন।
বাংলাদেশের মুক্তিযোদ্ধা কে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি স্বাধীন দেশের সরকারের প্রয়োজন ছিল। ১৯৭১ সালের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এটি ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। মুক্তিযোদ্ধা চলাকালীন ১৯৭১ সালের ১০ই এপ্রিল জনগণের রায়ে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারটি গঠন করা হয় আর এ সরকারটির নামকরণ করা হয় মুজিবনগর সরকার। স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয়। এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন ত্বরান্বিত হয়। বাঙালি জাতির জীবনে প্রথম স্বাধীন সরকার। একাত্তর সালে বাঙালি জাতি তার আপন ভাগ্য গড়বার জন্য রক্তক্ষয়ী লড়াইয়ে নেমেছিল। সেই লড়াই পরিচালনা করেছিলেন বাঙালির এই স্বাধীন সরকার টি।
১৯৭১ সালের ১৭ এপ্রিল বৈদ্যনাথ জেলায় বাংলাদেশ স্বাধীন দেশের প্রথম সরকারটি শপথ নেয়। জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে এই শপথটি অনুষ্ঠিত হয়েছিল। এবং বাঙালি জাতির প্রথম এবং স্বাধীন দেশের মন্ত্রিসভা বৈদ্যনাথ তলার আম বাগানে অনুষ্ঠিত হয়েছিল। আর এই মন্ত্রীসভায় তাজ উদ্দিন আহমেদকে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাছাড়া স্বাধীনতা যুদ্ধের পরেও তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন। ১৯৭৪ সাল পর্যন্ত তিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন। তাছাড়া তিনি বাংলাদেশের প্রথম স্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা হিসেবে তিনি খুব জনপ্রিয়।