কাকে বাংলা সাধু গদ্যরীতির জনক মনে করা হয় Bangla Sadhu Goddoritir Jonok Mone Kora Hoi

আপনারা অনেকে সময় বিভিন্ন ভর্তি পরীক্ষা ও নিয়োগ পরীক্ষায় বাংলা বিভাগে এরম ধরনের প্রশ্ন দেখতে পারেন, কাকে বাংলা সাধু গদ্য জনক বলে মনে করা হয়, কোন কবি বাংলা সাধু গদ্য রীতির জনক ইত্যাদি এ ধরনের প্রশ্ন আপনারা সম্মুখীন হতে হয়, আপনারা পরীক্ষার খাতায় উত্তর দেয়ার আসার পর সেটা সঠিক কিনা সেটা দেখার জন্য অনেকেই অনুসন্ধান করেন যে কাকে বাংলা সাধু গদ্য রীতি জনক বলে মনে করা হয় তাদের জন্য আমরা সঠিক উত্তরটি নির্বাচিত করেছি,তিনি হলেন ঊনবিংশ শতাকের একজন বিশিষ্ট বাঙালি একটি শিক্ষাবিদ সমাজ সংস্কার ও গদ্যকার।

তার প্রকৃত নাম ঈশ্বর চন্দ্র বন্দোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাত পন্ডিতের জন্য প্রথম জীবনে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃতি ভাষা ছাড়াও তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম বাংলা সাহিত্যের সার্থক গদ্যকর বলে মনে করা হয়। বাংলা সাহিত্যের আঙিনায় তার অনেক সফলতার অর্জন রয়েছে।

বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা সাধু গদ্য এ একটি মান্য ধ্রুবক নিদর্শন করে। বাংলা গদ্য সাহিত্য যার হাতে গতি ও শ্রুতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে। সাহিত্য কি হিসেবে বিশিষ্ট অবদান রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তাছাড়া সমাজের বিভিন্ন কুসংস্কারও উন্নয়ন উন্নয়নমূলক কাজে এই সাহিত্যিকের অবদান উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

আপনারা যারা বাংলা সাধু গদ্যের জনক কে? কাকে বাংলা সাধু করতে জনক বলা হয় এসব প্রশ্নের সঠিক তথ্য জানতে হলে উপরের আর্টিকেল সম্পূর্ণ সহকারে পড়ুন আশা করছি আপনারা আপনাদের কাঙ্খিত উত্তরটি পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *