দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা গুলোর মধ্যে সার্ক প্রতিষ্ঠানটি অন্যতম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত করা হয়। আর সার্কের সদস্য ভুক্ত দেশ গুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ, পাকিস্তান ভারত শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও সর্বশেষ আফগানিস্তান সার্কের সদস্য ভুক্ত দেশ হিসেবে যুক্ত হন। শুরুতেই সার্ক প্রতিষ্ঠানটি মোট সাতটি দেশ নিয়ে তার যাত্রা শুরু করেন।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর কালে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সামরিক ও বৈদেশিক নীতি নির্ধারণের জন্য পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়। আর সারভুক্ত দেশ গুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম তাই অনেকেই সার্কের রূপকার কে এ প্রশ্ন সঠিক তথ্য সম্পর্কে জেনে নিতে চান তাই আমরা আপনাদের জন্য এ প্রশ্নের সঠিক তথ্যটি আমাদের আজকের আর্টিকেলটিতে জানিয়ে দেবো। এই ধরনের সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেই তাই আপনারা আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।
সার্ক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পিছনে নিহিত মূল লক্ষ্য ও উদ্দেশ্য অনুপ্রেরণা মূলক ছিল। সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে বিভিন্ন পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মধ্য দিয়ে শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি দীর্ঘস্থায়ী ও সুনিশ্চিত করা ছিল এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তাছাড়া সাকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করা এবং সদস্য দেশ গুলো স্বাধীনতার রক্ষা এবং ভৌগলিক অখন্ডতার নীতি মেনে চলে। সদস্য দেশ গুলো এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা। যেকোনো ধরনের সমস্যা অর্থাৎ বৈশ্বিক যেকোনো মন্দাকে পরস্পর দেশগুলো সহযোগিতার মাধ্যমে সমাধান করা। সার্ক এর সদর দপ্তর হলো নেপাল এর রাজধানী কাঠমান্ডুতে। প্রতিবছর সারভুক্ত দেশগুলোর মধ্যে নানান ধরনের সম্মেলন অনুষ্ঠিত হয়। আর এ সম্মেলনে সার্ক ভুক্ত দেশগুলোর মধ্যে নানান ধরনের পারস্পরিক আলোচনা হয়।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মূলত এগারো টি পারস্পরিক সহযোগিতা বিদ্যমান। আর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কৃষি, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুল, স্বাস্থ্য জনসংখ্যা ইত্যাদি। আর সার্ক সংগঠনটি পর্যবেক্ষণ করার জন্য নয়টি সদস্য রাষ্ট্র রয়েছে। আর পর্যবেক্ষণ ভিত্তিক এই নয়টি দেশ গুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো জাপান, চীন,কোরিয়া মার্কিন যুক্ত রাষ্ট্র ইত্যাদি। দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ এবং তাদের জীবনমান উন্নতকরণ করা এই সংগঠনটির প্রধান ভূমিকা ছিল। সার্ক ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল।
তাই সার্কের রূপকার হিসেবে জিয়াউর রহমানকে স্বীকৃতি প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানটির পেছনে তার ভূমিকা ছিল অনন্য এবং তার হাত ধরেই বাংলাদেশ সার্ক প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্ত হয়েছিল।