মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে

এদেশের কৃতি সন্তান ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার অর্জনে মহানায়ক। বাংলা দেশের স্বাধীনতা ও বিজয়ের ক্ষেত্রে তার অবদান অনন্য। বাঙালি জাতিকে প্রতিনিয়ত এই মহান নেতা সাহস দিয়েছেন। বাঙালি জাতির জন্য একজন অনুপ্রেরণা মূলক ব্যক্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য বাঙালির জাতির পিতার আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন। তার দীর্ঘ সংগ্রামী জীবনের সোনার ফসল এই স্বাধীন বাংলাদেশ। তাই মহান এই নেতা জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সরকার মুজিববর্ষ পালনের ঘোষণা দেয়। তাই আপনারা অনেকেই এই মুজিব বর্ষ সম্পর্কে অনেক ধরনের তথ্য জেনে নিতে চান আর তার মধ্যে অনেকেই জেনে নিতে আগ্রহী মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে। তাই আপনাদের সুবিধার জন্য আমাদের আজকের পোষ্টের মাধ্যমে আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জানিয়ে দেবো।

বাংলাদেশের মহান এই গুণী ব্যক্তি ও বাংলাদেশের জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেছিলেন এবং ২০২০ সালের ১৭ই মার্চ এই মহান নেতার একশত তম জন্মবার্ষিকী পূরণ হয়। তাই তাঁর এই জন্ম শতবার্ষিকী উদযাপনের জন্যই মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর নানা আয়োজনে এই মুজিব বর্ষ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুজিব বর্ষ কি উপলক্ষে একটি থিম সং বানানো হয়।

আর এই থিম সংটি খুব জনপ্রিয়তা পায়। প্রথম ঘোষণা অনুযায়ী, মুজিববর্ষ ২০২০ সালের ১৭ই মার্চে শুরু হয়ে ২০২১ সালের ২৬ই মার্চ পর্যন্ত পালন করার পরিকল্পনা ছিল। তবে পরে এই সময়কে আরো বাড়ানো হয়েছিল। মুজিব বর্ষ উপলক্ষে সরকার নানান ধরনের পদক্ষেপ হাতে নিয়েছিল। মুজিববর্ষ উপলক্ষে স্বল্প দৈর্ঘ্য ও বিভিন্ন ধরনের প্রামাণ্যচিত্র দেখানো হয়।

বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্ত গুলোর মধ্যে মুজিব বর্ষ টি একটি অন্যতম মুহূর্ত। মুজিব বর্ষ উপলক্ষে বিশ্বের নানান দেশের প্রধানমন্ত্রী কে আমন্ত্রণ জানানো হয়েছিল। মুজিব বর্ষকে ঘিরে বাংলাদেশ সরকার মহাপরিকল্পনা নিয়েছিল। জাঁক জমকভাবে মুজিব শতবার্ষিকী পালন করার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছিল। বাংলাদেশ নয়, দেশের বাইরে সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হয় দলের কার্যক্রমের মাধ্যমে। আর মুজিব শতবর্ষে উপলক্ষে
মুজিব বর্ষের লোগোর তৈরি চিন্তা করা হয়। আর এই মুজিব বর্ষের লোগের ডিজাইনার ছিলেন সব্যসাচী হাজরা।

১০ জানুয়ারি ২০২১ সালে মুজিব বর্ষের লোগোর উম্মোচন করা হয়। তাছাড়া মুজিব বর্ষ উপলক্ষে থিম সং তৈরি করা হয় এবং এক মাস ব্যাপী কুইক প্রতিযোগিতা চলতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *