ফুল পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। ফুল ছাড়া যেন কোন উৎসব অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। সকল শুভ কাজে ফুল ব্যবহার করা হয়। লক্ষ্য করে দেখবেন বিয়ে-শাদী অথবা জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীতে ফুল দিয়ে গৃহসজ্জা করা হয়। প্রেমিক-প্রেমিকাকে ফুল দিয়ে ভালোবাসার কথা জানায়। ফুল নিয়ে এই যে এত কথা কেন বলছি তা জানা যাক। ফুল নিয়ে এত কথা বলার কারণ হলো আমরা স্বপ্নের মধ্যে বিভিন্ন সময়ে নানান রঙের ফুল দেখে থাকি। এই যে স্বপ্নের মধ্যে আমরা ফুল দেখি এটি কেমন লক্ষণ তা নিয়েই কিছু কথা বলব। চলুন দেখা যাক স্বপ্নে ফুল দেখলে আমাদের সাথে কোন আশ্চর্যজনক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে কিনা।
স্বপ্নের মধ্যে ফুল দেখা অবশ্যই ভালো একটি লক্ষণ হবে। ফুল কখনোই কারো জন্য খারাপ খবর নিয়ে আসতে পারে না। কোন মানুষ যদি ভাল একটি কাজ করে থাকে তবে আমরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাই। বাস্তব জীবনে ফুল দিয়ে আমরা মানুষকে যেমন খুশি করে থাকি তেমনি স্বপ্নের মধ্যেও যদি ফুল দেখে থাকি তবে আমাদের জন্য খুশির কোন খবর রয়েছে।
কোন অবিবাহিত পুরুষ অথবা মহিলা যদি শব্দের মধ্যে ফুল দেখে থাকে তবে তার বিবাহের সম্ভাবনা অনেক বেড়ে যায়। শুধু বিবাহের সম্ভাবনা বেড়েই যাবে না বিবাহের সম্ভাবনা বেড়ে যাওয়ার পাশাপাশি একজন সুন্দর ও সৎ ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে পাবার সম্ভাবনাও বেড়ে যায়। আমরা আমাদের জীবনসঙ্গী হিসেবে সবসময়ই সুন্দর ও সৎ মানুষকেই খুঁজি। এর পাশাপাশি জীবনসঙ্গীর ব্যক্তিত্বের সাথে আমাদের ব্যক্তিত্ব যদি না মিলে তবে সম্পর্ক খুব বেশি মধুর হয় না। দুজনের মানসিকতার মিল থাকাটা খুবই জরুরী।
কোন বিবাহিত মানুষ যদি স্বপ্নের মধ্যে ফুল দেখে থাকে তবে তার সংসারের অনেক উন্নতি হবে। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক গভীর হবে এবং অর্থনৈতিক অবস্থা অনেক শক্ত হবে। বিবাহ হয়েছে কিন্তু এখনো সন্তান হয়নি এমন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে ফুল দেখে থাকে তবে সেই ব্যক্তির ফুলের মত সুন্দর সন্তান হবে বলে ধারণা করা হয়। স্বপ্নের বিশ্লেষকরাও এমন মতামত দিয়েছেন। সবদিক থেকেই স্বপ্নের মধ্যে ফুল দেখা অনেক শুভ একটি লক্ষণ। আশা করি স্বপ্নের মধ্যে ফুল দেখলে আপনারা সন্তুষ্ট হবেন।
Sopne dhutro ful dekhar ortho kii?