ভারত উপমহাদেশের প্রায় সব মানুষের প্রধান খাদ্য ভাত। গ্রামের দিকে কেউ যদি বেড়াতে যান তবে যতদূর চোখ যাবে শুধু ধানের ক্ষেত দেখতে পাবেন। এই সব ধান দিয়েই ভারত উপমহাদেশের মানুষের ক্ষুধা নিবারণ করা হয়। আপনারা নিশ্চয়ই একটি প্রবাদ শুনে থাকবেন তা হলো মাছে ভাতে বাঙালি। অর্থাৎ ভাত ছাড়া বাঙালি কে কল্পনা করা যায় না। নতুন ধান উঠলে কৃষকের মুখে হাসি ফোটে। অনেক কৃষক সব সময় নিজের রোপন করা ধানের কথা চিন্তা করে। তাই স্বপ্নের মধ্যে অনেকেই শুধু ধান দেখতে পান। চলুন আজকে আলোচনা করা যাক স্বপ্নের মধ্যে ধান দেখলে কি ঘটতে পারে। স্বপ্নের মধ্যে ধান দেখলে আপনার সাথে কেমন ঘটনা ঘটবে তা জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য অনেক মানুষ আগ্রহ প্রকাশ করেছেন।
ধান থেকে উৎপন্ন চাল আমাদের ক্ষুধা নিবারণ করে। তাই এটা স্পষ্ট যে স্বপ্নের মধ্যে ধান দেখা সব সময় ভালো লক্ষণ হবে। কোন ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে অনেক ধান দেখে থাকে তবে তার সংসারে অনেক উন্নতি হবে। স্বপ্নদ্রষ্টার আয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং ক্ষুধা নিবারণের জন্য অনেক খাবার থাকবে তার গুদামে। তবে এই স্বপ্নটি আপনি কিভাবে দেখছেন তার উপর ব্যাখ্যা অনেকটাই নির্ভর করে। অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে এমন ধান দেখে থাকি যার মধ্যে কোন চাল থাকে না যাকে আমরা চিটা ধান বলে থাকি। এমন ধান দেখলে বুঝে নিতে হবে সংসারে আয় উন্নতি হলেও অভাব ঘুচানো কঠিন হয়ে পড়বে।