স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয়

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই। স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখার পর সব সময় আমাদের মনে হতে থাকে তাহলে এইটা অন্য কারো মৃত্যু ঘনিয়ে আসার ইঙ্গিত। আবার অনেকে মনে করেন স্বপ্নে মৃত ব্যক্তি দেখলে নিজের মৃত্যু সম্ভাবনা বেড়ে যায়। স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয় তার নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। নির্দিষ্ট ব্যাখ্যা না জেনে কখনোই আগেই দুশ্চিন্তাগ্রস্ত হওয়া‌ উচিত নয়।

আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা মৃত্যুর কথা বেশি বেশি ভাবতে থাকি। যখন আমরা মৃত্যুর কথা বেশি ভেবে থাকি তখন স্বপ্নের মধ্যেও আমরা কারো না কারো মৃত্যু দেখতে থাকি। আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে কেউ হয়তো আমাদের চোখের সামনেই মৃত্যুবরণ করেছে। এই ঘটনাগুলো বারবার আমাদের চোখের সামনে ভাসতে থাকে। ঠিক এ কারণেই আমরা স্বপ্নের মধ্যে একই ঘটনা বারবার দেখতে থাকি। মানসিকভাবে আমরা যদি অসুস্থ হয়ে যায় তাহলে এ ধরনের স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক। তাই প্রথমে আপনার বুঝে নিতে হবে মনের চঞ্চলতার কারণে এই স্বপ্নগুলো দেখছেন কিনা। যদি মনের অস্থিরতার কারণে এই স্বপ্নগুলো দেখে থাকেন তবে এ নিয়ে ভাবার কিছু নেই কিন্তু যদি হঠাৎ করে একদিন স্বপ্নের মধ্যে মৃত কোন ব্যক্তিকে দেখতে পান তাহলে এর নিশ্চয়ই কোন ব্যাখ্যা রয়েছে।

স্বপ্নের মধ্যে কোন ব্যক্তি যদি নিজের মৃত মা-বাবাকে ডেকে থাকে তবে তার উচিত হবে মা-বাবার জন্য বেশি বেশি দোয়া করা। এমন স্বপ্ন দেখলে মা-বাবার আদেশ-নিষেধ মেনে চলতে হবে এবং তারা যেসব উপদেশ দিয়ে গেছে তা মেনে চলার চেষ্টা করতে হবে। স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তিকে দেখলে আপনারা যারা অস্থির হয়ে পড়েন তাদের জন্য বলছি এমনটা করবেন না। স্বপ্নের মধ্যে আপনি যা দেখছেন তা কখনো আপনার বাস্তব জীবনে ঘটবে এমনটা ভাবা বোকামি। সবকিছুর আগে স্বপ্নের ব্যাখ্যা গুলো ঠিকমতো জেনে নিবেন। স্বপ্নের ব্যাখ্যা যদি আপনার জন্য অশুভ হয় তবে বিচলিত না হয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। আপনি দুশ্চিন্তাগ্রস্ত হলে আপনার পরিবারের সদস্যরা আপনার জন্য চিন্তিত হয়ে পড়তে পারে যা মোটেও ভালো কোন লক্ষণ নয়। আশা করি আপনার কাছে বিষয়গুলো স্পষ্ট হয়েছে। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আরো বেশি সুন্দর হয়ে উঠুক এই কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *