গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভগ্নাংশ। আমরা কম-বেশি সবাই এই শব্দটির সঙ্গে বেশ পরিচিত। কারণ পঞ্চম শ্রেণীর থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত ভগ্নাংশ এই শব্দটির সাথে আমরা জড়িয়ে থাকি। তাই আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে ভগ্নাংশ কত প্রকার এই বিষয়ে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেব। আপনারা অনেকেই গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় এই প্রসঙ্গে জানার জন্য খুব আগ্রহ নিয়ে সার্চ করছেন। তাই আপনাদের সুবিধার জন্য আপনারা আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ুন আর দেখে নিন আপনার প্রশ্নের উত্তরটি।
ভগ্নাংশ গাণিতিক বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। গাণিতিক ভাষায় যার হর ও লব আছে সেটাই হলো ভগ্নাংশ। ভগ্নাংশের উপরের সংখ্যাটা টিকে সাধারণত লব বলে আর নিজের অংশকে হর বলে। সাধারণত ভগ্নাংশ বলতে বোঝায় কোন বস্তু বা পরিমাণের অংশ বা ভাগ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণি ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। কোন ভগ্নাংশকে এক দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের কোনভাবে পরিবর্তন ঘটে না। কোন ভগ্নাংশের লাভ শূন্য হলে সেখানে ভগ্নাংশের মান একদম শূন্য হয়ে যায়।
সাধারণত ভগ্নাংশকে তিনটি ভাগে বিভক্ত করা হয়।
১. প্রকৃত ভগ্নাংশ ২. অপ্রকৃত ভগ্নাংশ ও ৩. মিশ্র ভগ্নাংশ।
দুই বা ততােধিক ভগ্নাংশের যােগ করতে হলে ভগ্নাংশ গুলােকে সাধারণ হর বিশিষ্ট করে লব গুলােকে যােগ করলে যােগফল হবে। আর দুইটি ভগ্নাংশের বিয়ােগ করতে হলে, ভগ্নাংশ দুইটিকে সাধারণ হর বিশিষ্ট করে লব দুই টিকে বিয়ােগ করলে বিয়ােগ ফল হবে।
আপনারা যারা জানতে চেয়েছিলেন ভগ্নাংশ কত প্রকার আমাদের আজকের আর্টিকেলটিতে তা জানিয়ে দেয়া হলো, আপনারা আমাদের ওয়েবসাইটে এসে জেনে নিন আপনার প্রশ্নের উত্তরটি।