tense ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ। tense কে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। tense শব্দের অর্থ সময় বা কাল। tense কে নিয়ে আপনারা অনেকেই ভয়ে থাকেন এটা খুব কঠিন একটি বিষয় বলে আপনারা মনে করেন। আপনাদের আমরা বলছি tense খুব কঠিন একটি বিষয় না আপনারা একটু সহজ ভাবে নিলে একটু অনুশীলন করলে এ বিষয়টা অনেক সহজ। আপনারা অনেকেই tense কাকে বলে কত প্রকার ও কি কি জানতে চেয়েছেন, চলুন আমাদের আজকের আর্টিকেলটি পড়ুন আর দেখে নিন এই সম্পর্কে।
tense কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে
1. Present Tense (বর্তমান কাল)।
2. Past Tense ( অতীত কাল) ও
3. Future Tense (ভবিষ্যৎ কাল)
আপনারা যারা tense কাকে বলে কত প্রকার ও কি কি জানতে চেয়েছিলেন আমাদের আজকের আর্টিকেলটিতে তা প্রদান করা হলো। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিন।