একটি শব্দের বা একটি বাক্যের পূর্ণতার রূপদান করতে person বিশেষ ভূমিকা পালন করে। person শব্দের আভিধানিক অর্থ হলো পুরুষ অর্থাৎ যার দ্বারা কোন ব্যক্তিকে বোঝায়। আপনারা অনেকেই person সম্পর্কে জানতে বেশ আগ্রহী। তাই গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় আপনারা এই প্রসঙ্গে জানতে অনুসন্ধান করছেন।
তাই আজকে আমরা আমাদের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো গ্রামারের বিশেষ একটি অংশ
person কাকে বলে কত প্রকার ও কি কি। তাই এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই আমাদের আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ অব্দি খুব মনোযোগ ও যত্ন সহকারে পড়তে হবে, চলুন তাহলে দেখে নেয়া যাক person সম্পর্কে।
person গ্রামারের একটি ব্যক্তিবাচক শব্দ। এই শব্দটির দ্বারা একটি ব্যক্তি বা পুরুষকে বোঝায়। যেমন আমি, আমরা তোমরা ,তুমি ,রহিম ,করিম কামাল ইত্যাদি নির্দিষ্টভাবে কোন ব্যক্তিকে তুলে ধরা হয়। সাধারণত বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে।
আপনারা যারা জানতে চেয়েছিলেন Person কত প্রকার তাদের জন্য বলছি গ্রামার অনুসারে Person কে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়।
১. উত্তম পুরুষ ২. মধ্যম পুরুষ ও ৩. নাম পুরুষ।
সাধারণত কথা বলে যে সে হলো উত্তম পুরুষ, যার সাথে বা যাকে সম্বন্ধ করে কথা বলা হয় তাকে বলা হয় মধ্যম পুরুষ ও
যার সম্বন্ধে উদ্দেশ্য করে বলে তাকে নাম পুরুষ বলে।
আমরা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আলোচনা করলাম Person সম্পর্কে। আপনারা আমাদের এখান থেকে এসে Person সম্পকিত আপনাদের প্রশ্নের উত্তরটি জেনে নিন।