ইংরেজি ভাষাতে মোট ২৬ টি letter রয়েছে। ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য এই ২৬ টি letter প্রধান ও প্রথম সহায়ক ভূমিকা পালন করে। তাই আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানাতে চলেছি letter কাকে বলে কত প্রকার ও কি কি, আপনারা অনেকে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছেন।
letter শব্দের অর্থ হলো বর্ণ বা অক্ষর। ইংরেজী ভাষাকে লিখিত ভাবে প্রকাশ করার জন্য কতকগুলি চিহ্ন বা সংকেত এর প্রয়োজন হয়। সাংকেতিক এই চিহ্ন গুলিকে এক একটি letter বা বর্ণ বা অক্ষর বলে।
letter কে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়
১. Capital Letter (বড় হাতের অক্ষর) ও
২. Small Letter (ছোট হাতের অক্ষর) ।
আপনারা যারা letter কাকে বলে কত প্রকার ও কি কি এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের এই আর্টিকেলটিতে তা জানিয়ে দেয়া হলো। আপনারা আমাদের এখান থেকে এসে আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিন।