আমাদের ওয়েবসাইটটি বেঁছে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভাল আছেন। আপনি কি ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। কেননা আজকের এই পোস্টটি সাজানো হয়েছে ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে।
তাই আপনি যদি ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন করা সম্পর্কে জানতে চান, এবং কিভাবে বাক্য গঠন করা হবে সেগুলো বুঝতে চান, তাহলে আমাদের পোস্টটি আপনার উপকারে আসবে বলে আশা করি। তাই আর দেরি না করে ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন সম্পর্কে জানার জন্য আমাদের পোস্টটি আপনি ফলো করতে পারেন আর এখান থেকে ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠনের উপায় গুলো খুব সহজে শিখে নিতে পারেন।
বর্তমানে ইংরেজি আন্তর্জাতিক ভাষা। কিন্তু এই ইংরেজিতে আমাদের অনেকেরই অনেক দুর্বলতা রয়েছে। আবার অনেকেই ইংরেজিকে খুব বেশি ভয় করে। আর ভয় পাওয়ার জন্য ইংরেজিতে তাদের মধ্যে জড়তা থেকে যায়। অনেক সময় দেখা যায় যে অনেকেই কিভাবে ইংরেজি শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে, তার সঠিক নিয়ম জানেনা। এর ফলে ইংরেজিতে উন্নতি করতে পারছে না।
আর ইংরেজিতে দক্ষ না হলে বর্তমান সমাজে উন্নতি করা অনেকাংশের সম্ভব হয় না। তাই নিজের আত্ম উন্নয়ন এবং বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই ইংরেজি সম্পর্কে জ্ঞান থাকা জরুরী বিশেষ করে ইংরেজির শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হবে এটা জানা আরও বেশি জরুরী।
কতগুলো শব্দ সুশৃঙ্খলভাবে পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পন্ন রূপে প্রকাশ করাকে বাক্য বলে। ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হলে কতকগুলো ইংরেজি শব্দ সুশৃঙ্খলভাবে পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। তাহলে তাকে বাক্য বলা যাবে। সুশৃঙ্খলভাবে না বসলে আর বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ না করলে তাকে বাক্য বলা যাবে না।
যেমন We go to school everyday এটা একটা ইংরেজি বাক্য। কারণ এখানে কতকগুলো ওয়ার্ড সুশৃঙ্খলভাবে পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকার করেছে। কিন্তু যদি লিখা হতো go we to everyday school তাহলে এটা একটি ইংরেজি বাক্য হবে না। কারণ এখানে শব্দগুলো পাশাপাশি বসলেও সুশৃঙ্খলভাবে বসে নি। আর যদি We go to বলে থেমে যায়, তাহলে এটা একটি ইংরেজি বাক্য হবে না। কারণ এখানে বক্তার মনের ভাব সম্পূর্ণরুপে প্রকাশ পাচ্ছে না।
তাই যেকোন ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হলে অবশ্যই এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। তা না হলে সঠিকভাবে বাক্য গঠন করা সম্ভব হবে না। তাই আপনারা যদি ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন করতে চান, তবে এ বিষয়গুলো খেয়াল রাখবেন। তাহলে সঠিকভ্বে ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন করতে পারবেন।
ইংরেজি শব্দ দিয়ে কয়েকটি বাক্য গঠন করা হলো:
1. I study at a public university.
2. Rahat works at a marketing firm.
3. She likes the colour purple a lot.
4. She is very beautiful.
5. It’s fine.
6. Thanks for this honour.
7. How are you?
8. What are you doing now?
9. Open the door.
10. Stop laughing.
11. Please help me.
12. May Allah bless you.
13. Hurrah! We won the game.
14. How wonderful the bird is!
15. What a beautiful girl she is!
এই সকল বাক্যগুলো অনুশীলনের মাধ্যমে যে কেউ খুব সহজেই ইংরেজি শব্দ দিয়ে আস্তে আস্তে বাক্য গঠন করা শিখতে পারবে। আর অনুশীলনের মাধ্যমেই যেকোন বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায়। আশা করি ইংরেজি শব্দ দিয়ে বাক্য গঠন করতে এই পোস্টটি সহায়ক ভূমিকা পালন করবে।