আজ প্রথম যারা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যারা নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করছেন তারা নিশ্চয়ই জানেন বিগত দিনে আমরা দেশের প্রায় প্রতিটি অফিস আদালতের জরুরী মোবাইল নাম্বার প্রকাশ করেছি বিভিন্ন পোস্টের মাধ্যমে। আমাদের আজকের পোস্টেও বেশ কিছু জরুরী ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করা হবে। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ফোন নাম্বার নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো নিজেদের সংগ্রহ করে রাখলে আপনারা জীবন যুদ্ধে অনেকটা এগিয়ে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কোন মোবাইল নাম্বার গুলো আপনার জানা খুবই জরুরী। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ।
প্রথমত আমরা আপনাদের সাথে আলোচনা করব সরকারি কিছু অফিস আদালতের মোবাইল নাম্বার নিয়ে। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার। পাসপোর্ট অফিসে মোবাইল নাম্বার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ার যথেষ্ট কারণ রয়েছে। বাংলাদেশ থেকে অনেক মানুষ প্রতিবছর ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে থাকে। ভারতে গিয়ে চিকিৎসা সেবা নেওয়ার পূর্বে রোগী ও রোগীর আত্মীয় স্বজনদের পাসপোর্ট করার প্রয়োজন পড়ে। কম সময়ের মধ্যে পাসপোর্ট তৈরি করার জন্য সব রকম প্রস্তুতি নিয়েই পাসপোর্ট অফিসে যান আবেদনকারীরা।
তবে আবেদনকারীদের মধ্যে সিংহভাগ মানুষই আবেদনের প্রক্রিয়া সম্বন্ধে স্পষ্ট ধারণা রাখেন না। ঠিক এ কারণেই পাসপোর্ট তৈরি হতে অনেক সময় লেগে যায়। তাই পাসপোর্ট অফিসে যাবার পূর্বে ফোন করে জেনে নেওয়া দরকার কোন প্রক্রিয়ায় পাসপোর্ট এর আবেদন করলে কম সময়ে পাসপোর্ট তৈরি করা সম্ভব হবে। সুতরাং বুঝতেই পারছেন পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার কতটা গুরুত্বপূর্ণ। এর আগে আমরা পাসপোর্ট অফিসের বেশ কিছু জরুরী মোবাইল নাম্বার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার যদি আবার আপনাদের প্রয়োজন হয় তবে কমেন্ট বক্সে জানিয়ে দিন।
জাতীয় জরুরি সেবা (৯৯৯)
যেকোনো পরিস্থিতিতে এখন সবচেয়ে জরুরি নম্বর হলো ৯৯৯। এটি দেশের জাতীয় জরুরি সেবা নম্বর। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন।
জরুরি অবস্থায় যে মোবাইল নম্বর গুলো সবচেয়ে বেশি খোঁজ করা হয় তার মধ্যে অন্যতম থানা ও ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার। আমাদের আশেপাশে কোথাও আগুন লাগলে সর্বপ্রথম আমরা খোঁজ করি ফায়ার সার্ভিসের ফোন নাম্বার। ফায়ার সার্ভিসের ফোন নাম্বারের পাশাপাশি নিকটস্থ থানার মোবাইল নাম্বার সংগ্রহ রাখা জরুরী। আপনার অনেকেই হয়তো জানেন না এই মোবাইল নাম্বার গুলো কোথায় থেকে সংগ্রহ করতে হবে। আপনাদের সুবিধার জন্য ফায়ার সার্ভিস ও প্রতিটি থানার মোবাইল নাম্বার একটি তালিকা করে প্রকাশ করার চেষ্টা করব আমরা। আশা করি সেই তালিকা থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে আপনারা জরুরী প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। যেকোনো পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা উচিত।
বাংলাদেশের প্রায় প্রতিটি হাসপাতালের মোবাইল নাম্বার ও অ্যাম্বুলেন্স সার্ভিস এর মোবাইল নাম্বার আমাদের সংগ্রহে থাকা উচিত। অনেক সময় আমাদের আত্মীয়-স্বজন অথবা প্রতিবেশীদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। যদি এম্বুলেন্স সার্ভিসের মোবাইল নাম্বার আমাদের সংগ্রহে থাকে তবে খুব দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। এছাড়াও প্রতিটি হাসপাতালে স্বাস্থ্যসেবা সম্পূর্ণ জানতে সেই হাসপাতালের হট লাইন নাম্বারে ফোন করা উচিত। প্রতিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের মোবাইল নাম্বার সংগ্রহে রাখা উচিত এবং জটিল অবস্থায় তাদের সাথে যোগাযোগ করা উচিত।
আশা করি আমাদের ওয়েবসাইটের প্রতিটি পোস্ট ভিজিট করে জরুরী মোবাইল নাম্বার গুলো সংগ্রহ করে রাখবেন এবং আপনার প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করবেন। হঠাৎ অপ্রত্যাশিত কোন কঠিন পরিস্থিতিতে এই ফোন নাম্বার গুলো আপনাকে বাঁচিয়ে দিতে পারে। অবহেলা না করে এখনই প্রতিটি জরুরী মোবাইল নাম্বার আপনার সাথে থাকা ডায়রিতে লিখে ফেলুন। মোবাইল ফোনের নোটপ্যাডে গুরুত্বপূর্ণ তথ্য ও মোবাইল নাম্বার লিখে রাখতে পারেন। জরুরি প্রয়োজনে শুধুমাত্র একটি ফোন করেই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন।