আদাব এবং নমস্কার দুটি প্রায় সমার্থক শব্দ হলেও এখানে দুটি দুই ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাই আদাব অর্থ বাংলায় শিষ্টাচার। অর্থাৎ একজন আরেকজনকে শিষ্টাচার বহিঃপ্রকাশ করার জন্য সাক্ষাতের প্রথমে আদাব বলে থাকে। আদাব অর্থ সম্মান প্রদর্শন করা, শ্রদ্ধা জানানো কেই বোঝানো হয়ে থাকে। দক্ষিণ এশিয়া মুসলমানদের দ্বারা ব্যবহৃত এই আদাব শব্দটি এখন বিপরীত ধর্মের লোকদের সম্মান দেখানোর জন্য প্রচলিত হয়ে আছে। তাই এই আদাব শব্দটি আসলে ইন্দো- ফার্সী সংস্কৃতির সাথে যুক্ত। এই শব্দটি উর্দু ভাষা থেকে আগত হয়েছে।
ভাষাটি আসলে আরবি শব্দের একটি ভাষা। আরবি শব্দ আদবের আভিধানিক অর্থ হচ্ছে বাংলায় শিষ্টাচার। তাই বলা যায় আদাব আসলে বাংলায় শিষ্টাচার বোঝায়। অর্থাৎ আমরা যখন একে অপরের সঙ্গে দেখা হয়ে যায় তখন আদাব দিয়ে অভিবাদন জানানো হয়। অপরদিকে নমস্কার শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত। নামস্তের থেকে নমস্কার। সংস্কৃত এবং হিন্দিতে বলা হয় নমস্তে। আর এই নমস্তের বাংলা রূপ হচ্ছে নমস্কার। এই নমস্কার যখন একজন হিন্দু বা সনাতনী অপর সনাতনের সঙ্গে বা যেকোনো মানুষের সঙ্গে ব্যক্তির সঙ্গে দেখা হয়ে থাকে নমস্কার অভিবাদন কি করে তাদের আলাপচারিতা শুরু করে। এটাও শ্রদ্ধা জানানো বা শিষ্টাচার দেখানো একটি ভাষা মাত্র। সংস্কৃত নমস এর সাথে কৃ ও অ এবং কার যুক্ত হয়ে নমস্কার শব্দটি হয়েছে।
নমস্কার শব্দের আভিধানিক অর্থ হচ্ছে নম প্রণাম কপালে যুক্ত কর স্পর্শ করে দেহ সম্মুখে নত হওয়া। বা নত করণ। নমস্কার এর সমার্থক শব্দ গুলি হল শিষ্টাচার অভিবাদন জানানো প্রণাম সম্মান প্রদর্শন সংবর্ধনা স্বাগত জানানো আনুগত্য প্রকাশ করা ইত্যাদি হয়ে থাকে। তাই নমস্কার এবং আদাব শব্দ দুটি বিশ্লেষণ করলে দেখা যায় যে শব্দ দুটি আসলে একই। শব্দ দুটির ব্যুৎপত্তিগত অর্থ একই। যদিওবা এই শব্দ দুটি দুইটি শব্দ থেকে অর্থাৎ দুইটি ভাষা থেকে এসেছে তবুও তাদের বাংলা অর্থ একই হয়ে থাকে আর। যেহেতু আমাদের বাংলা ভাষায় বিদেশি অনেক ভাষায় থেকে আগত শব্দ গুলি আমাদের ভাষাকে অনেক সমৃদ্ধ করেছে এবং বাংলা ভাষা পৃথিবীর সকল ভাষা থেকে আগত সব শব্দকেই গ্রহণ করেছে। এবং এসব শব্দ বাংলা ভাষায় আসার কারণে আমাদের মাতৃভাষাটি অনেক প্রাঞ্জল হয়েছে এবং যার যে ধরনের ভাষা ব্যবহার করার প্রয়োজন হয় তারা সে সকল ভাষায় ব্যবহার করে থাকে।
পৃথিবীর সুন্দরতম ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষা মাতৃভাষা অত্যন্ত সুন্দর। তাই কোভিদ ভাষায় ফুটে উঠেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সেরকমভাবে সকল ভাষাকে গ্রহণ করার মানসিকতা নিয়ে আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে। পৃথিবীর যেকোন ভাষা থেকে আগত শব্দ আমরা সাদরে গ্রহণ করেছি এবং প্রত্যেকটি শব্দই লালিত-পালিত করে সেটি আমাদের বাংলা ভাষায় সমৃদ্ধ করেছে। তাই আমরা ভালবাসি সকল মাতৃভাষাকে ভালবাসি আমাদের বাংলা ভাষাকে। যার যেমন ধরনের ভাষা ইচ্ছে মত ব্যবহার করে আমাদের এই বাংলা ভাষাতে। বাংলা ভাষাভাষী লোক বলিও তাই পৃথিবীর মধ্যে অতি সুন্দরতম মানুষের থাকে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জাতি গোষ্ঠী এসে আমাদের এই বাংলাকে শাসন করার কারণেই বিভিন্ন ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় অনেক শব্দই প্রবেশ করেছে।
এই বিভিন্ন ভাষার শব্দের মধ্যে আদাব এবং নমস্কার শব্দ দুটি ও এসেছে। তাই আপনার প্রয়োজনের যেকোনো তথ্য যেকোনো উপাত্ত যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। আমাদের ওয়েবসাইটটিতে আপনাদের প্রয়োজনীয় অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় এমন সকল তথ্যই আমরা অত্যন্ত যত্ন সহকারে সুন্দর সাবলীল ভাষায় প্রকাশ করে থাকি। আমাদের ওয়েবসাইটটি থেকে আপনারা প্রয়োজন বুঝে প্রশ্নের উত্তরগুলি বা তথ্য গুলি ডাউনলোড করেও নিতে পারেন। আমাদের এখান থেকে প্রশ্নের উত্তরগুলি ডাউনলোড করে নিতে আপনাদের আলাদা কোন অর্থ খরচ হবে না।