Verb- এর কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে Tense বলে।
The time of accomplishing any action of a verb is called Tense.
Tense প্রধানত তিন প্রকার। যথা: 1. Present Tense. 2. Past Tense. এবং 3. Future Tense.
প্রতি প্রকার Tense কে আবার চার ভাগে ভাগ করা হয়ে থাকে। এগুলি হলো- Present Tense:
i. Simple present/ indefinite tense ii.Continuous Tense,
iii. Perfect Tense,
iv.Perfect Continuous Tense
Past Tense:
i.Simple Past / Indefinite Tense
ii.Continuous Tense
iii.Perfect Tense
iv.Perfect Continuous Tense
Future Tense:
i.Simple Past / Indefinite Tense
ii.Continuous Tense
iii.Perfect Tense
iv.Perfect Continuous Tense
Present Tense বা বর্তমান কাল : Verb-এর কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে Present Tense বা বর্তমান কাল বলে।
The Present Tense describes an action in the present time.
যেমন: She sings a song.
Past tense বা অতীতকাল: Verb এর কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে Past tense বা অতীতকাল বলে। The past tense describes an action in the past time.
যেমন: He went to school.
Future tense বা ভবিষ্যৎ কাল: Verb এর কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তাকে Future tense বা ভবিষ্যৎ কাল বলে। the future tense describe an action in the future time. যেমন: She will sing a song.
Simple present tense /present indefinite tense: যে টেন্স দ্বারা বর্তমানে কোন কাজ করা অভ্যাস বা চিরসত্য বুঝায় তাকে Simple present tense বা Present indefinite tense বলে। The simple present tense describe an action in the present time. It also describes habitual actions and universal truths.
বাংলায় চেনার উপায়: করি, কর, করিস, করে, করেন, যাই, যাও, যান, যাস, পর, পরে, পড়েন, পড়িস, ঘুমায়, ঘুমাও, ঘুমান, ইত্যাদি থাকলে Present indefinite tense হয়।
Present Continuous Tense: যে Tense দ্বারা বর্তমান কালে কোন কাজ চলছে বোঝায় তাকে Present Continuous Tense বলে। The present continuous tense describes an action which is going on at present.
বাংলায় চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেছ, তেছি তেছে, তেছেন, চ্ছ, চ্ছি,চ্ছে,চ্ছেন,ছি,ছ,ছেন এদের যেকোনো একটি যোগ থাকে। যেমন: আমি উপন্যাস পড়ছি।
Present perfect tense:
যে Tense দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে তাকে Verb-এর Present Perfect Tense বলে ।
The sense describing an action which has just finished but the result of which still cuntown called the present perfect tense. বাংলার চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে য়াছ, য়াছি, য়াছে য়েছেন, য়েছ, য়েছি, য়েছে, য়েছেন- এদের কোনো একটি যোগ থাকে। যেমন: আমি ভাত খেয়েছি- I have eaten rice.
Present Perfect Continuous Tense :
যে tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে। The present perfect continuous tense expresses that the action has been going on for some time and is not finished yet.
Simple Past Tense /Past Indifienite Tense
অতীতে কোন কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই এরূপ প্রকাশ করলে Verb এর Simple Past Tense হয়। The past simple tense denotes and action that took place in the past and the result of this is no longer present.
Past Continuous Tense: ভার্ব এর কোন কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বুঝাতে Verb এর Past Continuous Tense হয়।
The past continuous tense denotes that an action was going on the past for sometime.