স্বপ্নে আগুন দেখলে কি হয়

আগুনের আবিষ্কার মানুষের জীবনযাত্রা কতটা সহজ করে দিয়েছে তা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। একটা সময় ছিল যখন মানুষ পশু পাখি শিকার করে কাঁচা মাংস খেত। সে সময় রান্না করার জন্য আগুন ছিল না। যেহেতু আগুন ছিল না তাই রান্না করার কনসেপ্ট মানুষের মাথায় আসারও কোন সম্ভাবনা ছিল না। আগুন আবিষ্কারের পর থেকেই মানুষ আগুনের সঠিক ব্যবহার বুঝতে শিখেছে। তবে এই আগুন আমাদের জন্য যতটা উপকারী কখনো কখনো এর চেয়ে কয়েকগুণ বেশি ক্ষতির কারণ হয়ে থাকে। এই আগুনের আঁচে রান্না করে আমরা যেমন নিজেদের প্রতিদিনের খাবার তৈরি করি সেই আগুনের তাপেই কখনো কখনো আমাদের ঝলসে যেতে হয়।

আমরা যদি নিয়মিত খবর পত্রিকায় চোখ রাখি তবে দেখতে পাব অনেক মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে। শুধুমাত্র বাংলাদেশের গার্মেন্টস কারখানা গুলোতে গত কয়েক বছরে যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার পরিসংখ্যান আপনার হাতে দিলে আমার মনে হয় চোখ কপালে উঠে যাবে। এত বেশি অগ্নিকাণ্ডের ঘটনা হয়তো অন্য কোন দেশে ঘটে না। ঠিক এইসব কারণেই অনেকে আগুনকে ভয় পায়। আগুনের সংস্পর্শে যেতে তারা কখনোই আগ্রহী হয় না। তবে এই মানুষগুলো যখন স্বপ্নের মধ্যে বারবার আগুন দেখতে থাকে তখন তাদের মনের অবস্থা কি হতে পারে ভেবে দেখতে পারেন? চলুন জেনে নেওয়া যাক স্বপ্নে আগুন দেখলে কি হতে পারে।

স্বপ্নে আগুন দেখলে একজন ব্যক্তির জীবনে এমন কিছু সমস্যা তৈরি হতে পারে যা তাকে তিলে তিলে পুড়িয়ে মারতে পারে। হয়তো আপনি জীবনের এমন কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে। তাই হয়তো এই স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত দেয়া হচ্ছে আপনি যেন এই সিদ্ধান্তটি অনেক ভেবেচিন্তে নিতে পারেন। এমন কোন ঘটনা যেন আপনার সাথে না ঘটে যাতে বছরের পর বছর আপনাকে পুড়ে পুড়ে মরতে হয়।

স্বপ্নে আগুন দেখার ব্যাখ্যা নির্ভর করে আপনি আগুন কেমন ভাবে দেখেছেন তার উপর। কেউ কেউ বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পারে আবার কেউ ছোট কোন স্থানে আগুন জ্বলতে দেখতে পারে। এই দুটি স্বপ্নের ব্যাখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তবে স্বপ্নের ব্যাখ্যা যেমনই হোক না কেন আপনি যদি নিজেকে খোলস বন্দী করে না রাখেন এবং মনে অনেক বেশি শক্তি সঞ্চয় করে রাখেন তবেই আপনার জীবন স্বাভাবিক থাকবে। অন্যথায় চাপে চাপে বিধ্বস্ত হওয়ার অনেক বেশি সম্ভাবনা তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *