verb এমন একটি ক্রিয়া যেটা হল ইংরেজি বাক্যের প্রাণ। যে কোনো ব্যাকে পূর্ণতা গঠন করার জন্য verb এর ভূমিকা অপারীসিম। একটি নির্দিষ্ট বাক্যে যদি verb এর উপস্থিতি না থাকে তাহলে সেই বাক্যের মধ্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশিত করতে পারবো না। আপনারা যারা verb কাকে বলে কত প্রকার এই প্রশ্নের উত্তরটি জানার জন্য গুগল সহ ইন্টারনেটের বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন আমরা আমাদের আজকের এই আর্টিকেলটি তে আপনাদের এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি জানিয়ে দিব। আপনাদের এই প্রশ্নের উত্তরটি জানতে হলে সর্বপ্রথম সঠিক জায়গাটি নির্বাচন করতে হবে। তাই আমাদের আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন আপনার প্রশ্নের উত্তর টি।
আপনারা যারা verb কাকে বলে এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছেন তাদের জন্য বলছি, যা দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া, ঘুমানো, পড়া, লেখা অর্থাৎ কোনো কিছু কাজ করা বুঝায় তাকে verb বলে। সহজ ভাষায় এক কথায় বলা যায় যে, ব্যক্তি দ্বারা কোন কাজ করাকে verb বলা হয়। verb ছাড়া যে কোন বাক্য অসম্পূর্ণ হয়ে থাকে। একটি বাক্যে কে পূর্ণরূপ প্রদান করতে হলে verb বিশেষ প্রয়োজন।
verb কে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়।
১.সমাপিকা verb এবং
২.অসমাপিকা verb
১. সমাপিকা verb: যে শব্দ গুলো দ্বারা কোন বাক্যের বক্তব্য শেষ করে, এবং বাক্যের মূল শব্দগুলো দ্বারা একটি বিশেষ রূপ পরিবর্তন হয় তাকে সাধারণত সমাপিকা verb বলা হয়। Verb টির নিজস্ব কর্তা থাকবে। প্রয়োজনে বাক্যটির verb এর রুপ পরিবর্তন করে বাক্যটি কে বিভিন্ন টেন্স এ পরিবর্তন করা যাবে। বাক্যের কর্তা পরিবর্তনের কারনে প্রয়োজন হলে verb টি তার রুপ পরিবর্তন করবে।
২. অসমাপিকা verb: যে শব্দগুলো দ্বারা কোন বাক্যের বক্তব্য শেষ করতে পারেনা, এবং মূল বাক্যের শব্দগুলো একটি বিশেষ রূপ পরিবর্তন করতে পারে না তখন তাকে অসমাপিকা verb বলা হয়। কোন একটি verb বাক্যে কিভাবে ব্যবহৃত হয়েছে, তা দেখে চিনতে হয় যে verb টির বাক্যগুলো ও বাক্যের সন্ধি বিবর্তিত শব্দগুলো দ্বারা বুঝতে হবে।
আপনারা যারা verb কাকে বলে কত প্রকার এই প্রশ্নের উত্তরটি জানতে চাচ্ছিলেন আমাদের আজকের এই আর্টিকেলটি তে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হলো, আপনারা আমাদের এখান থেকে এসে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিন।