Sentence কত প্রকার

Sentence বা বাক্য হলো কতগুলি শব্দের সমষ্টি যেগুলো একসাথে বা পাশাপাশি বসে কোনকিছু বুঝানোর জন্য সুস্পষ্ট অর্থ প্রকাশ করে। আপনারা অনেকেই sentence কত প্রকার এই প্রশ্নের উত্তরটি জানার জন্য বেশ আগ্রহী। তাই আপনারা এই প্রশ্নের উত্তরটি জানার জন্য ইন্টারনেটে ও এখানে ওখানে বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন। আপনাদের বলব এই প্রশ্নের উত্তরটি জানতে আপনাদের সর্বপ্রথম সঠিক জায়গায়টি নির্বাচন করতে হবে।

আমাদের আজকের এই আর্টিকেলটিতে আমরা আপনাদের সুবিধার্থে sentence কত প্রকার এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আর এই প্রশ্নের উত্তরটি জানতে হলে সর্বপ্রথম আপনাকে আমাদের আজকের এই আর্টিকেলটিতে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি আমাদের এখান থেকে পেয়ে যাবেন।

দুই বা ততোধিক শব্দ সমষ্টি গত ভাবে পাশাপাশি বসে কোন ব্যক্তির মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলা হয়। Sentence সবসময় একটি অর্থপূর্ণ চিন্তা বা ভাব প্রকাশ করে থাকে। একটি সম্পূর্ণ বাঁকের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রোম বজায় রেখে সেগুলোকে সঠিকভাবে সাজাতে হবে। যেমন উদাহরণ স্বরূপ বলা যায় যে, মেহরাব একজন ছাত্র।

আপনারা অনেকেই জানতে চেয়েছেন sentence কত প্রকার তাদের জন্য বলছি অর্থা অনুসারে মূলত sentence পাঁচ প্রকার।

১. বিবৃতি মূলক
২. প্রশ্নবোধক।
৩. অনুজ্ঞ বাচক।
৪. প্রার্থনা মূলক ও
৫. বিস্ময় সূচক।

১. বিবৃতি মূলক: যে Sentence বা বাক্য দিয়ে কোন কিছু বর্ণনা, বিবৃতি বা তথ্য প্রকাশ করা হয়, তাকে বিবৃত মূলক Sentence বলা হয়। উদাহরণ স্বরূপ বলা যায় যে আমি আইসক্রিম খুব পছন্দ করি। তপু একজন খুব ভালো ফুটবল খেলোয়াড়। ইত্যাদি এই উদাহরণগুলো আমরা বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার করে থাকি বা উপলব্ধ করি।

২. প্রশ্নবোধক: যে Sentence বা বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয়, তাকে প্রশ্নবোধক Sentence বলা হয়। এই সেন্টেন্স এর প্রধান কাজ হল বাক্যের মধ্যে প্রশ্ন তৈরি করা বা বাক্যে প্রশ্ন থাকে এমন সেন্টেন্স দ্বারা কে বোঝানো হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে তোমার নাম কি? তুমি কি ইংলিশ পারো? তুমি কি স্কুলে যাচ্ছ? তুমি কি আজ বাড়ি যাবে? ইত্যাদি এই শব্দগুলো আমরা সাধারণত বিভিন্ন ক্ষেত্রে সেন্টেন্সে ব্যবহার করে থাকি।

৩. অনুজ্ঞ বাচক: যে Sentence বা বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বুঝায়, তাকে অনুজ্ঞ বাচক Sentence বলা হয়। উদাহরণস্বরূপ কিছু বলা হলো দরজাটি খোলো, সর্বদা সত্য কথা বলবে, দরিদ্রকে সাহায্য কর, অন্যের সম্পর্কে খারাপ কথা বলো না ইত্যাদি এইগুলো শব্দ অনুজ্ঞবাচক শব্দ হিসেবে আমরা ব্যবহার করে থাকি।

৪. প্রার্থনা মূলক: যে Sentence বা বাক্য দ্বারা কোনো প্রার্থনা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করা হয়, তাকে প্রার্থনা মূলক Sentence বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলি আল্লাহ তোমার মঙ্গল করূক, আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক, তার আত্মা শান্তিতে থাকুক ইত্যাদি এই সেন্টেন্স গুলো আমরা সর্বদা প্রার্থনা আকাঙ্ক্ষা বা আশীর্বাদ ইত্যাদি এসব বাক্যে ব্যবহার করে থাকি।

৫. বিস্ময় সূচক: যে Sentence বা বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময়, আবেগ, বিষাদ ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে বিস্ময় সূচক sentence বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে দুঃখ প্রকাশের ক্ষেত্রে আমরা বলি হাই এরকম দিন যেন আর না আসে বা আনন্দের ক্ষেত্রে বলতে পারি হুররে আজকে আমরা অনেক ঘুরেছি, পাখিটা কত সুন্দর। সে কতটা দক্ষ সুন্দরভাবে বিষয়টা ম্যানেজ করল, বৃদ্ধ মানুষটা কতটা সুখী মনে হলো এই যে একটা সেন্টেন্স এর মধ্যে আকস্মিক ভাব এটাই বিস্ময় সূচক সেন্টেন্সে উঠে আসে।

আপনারা অনেকেই sentence কত প্রকার এই প্রশ্নের উত্তরটি জানার জন্য বেশ আগ্রহী, তাই ইন্টারনেট সহ বিভিন্ন জায়গায় এই প্রশ্নের উত্তরটি খুঁজছেন তাই আমরা আমাদের আজকের এই আর্টিকেলটিতে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি প্রদান করলাম। আপনারা আমাদের ওয়েবসাইটে এসে আপনাদের কাঙ্খিত এই প্রশ্নের উত্তরটি জেনে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *