সাধিত কথার আক্ষরিক অর্থ হলো যাকে সাধন করা হয়, এই আক্ষরিক অর্থ থেকে বোঝা যায় যে সাধিত শব্দগুলো প্রায় এমনই শব্দ। আর এই সাধিত শব্দ কয় প্রকার এই প্রশ্ন উত্তর জানার জন্য অনেকে ইন্টারনেট ও বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন, এই প্রশ্নের উত্তরটি জানার জন্য আপনাকে এদিক ওদিক অনুসন্ধান না করে সঠিক জায়গাটি নির্বাচন করতে হবে, তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে সাধিত শব্দ কয় প্রকার এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আপনাদের এই কাঙ্খিত প্রশ্নের উত্তরটি পেতে চান আজকে আমাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন আর দেখে নিন আপনার এই প্রশ্নের উত্তরটি।
সাধারণত যে শব্দকে ভাঙলে একাধিক অর্থ পূর্ণ অংশ পাওয়া যায় তাকেই সাধারণত সাধিত শব্দ বলা হয়। তাছাড়া অন্যভাবে বলা যায় যে, একই শব্দগুলো একাধিক অর্থ পূর্ণ অংশের যোগে গঠিত হয়েছে তাদেরকে সাধিত ধাতু বা সাধিত শব্দ বলে। আমরা বলতে পারি, যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থ বোধক শব্দ পাওয়া যায়, সে গুলোকে সাধিত শব্দ বলে। সাধিত মানে সাধন বা তৈরি করা হয়েছে। যেমন -অজানা = (মুগ্ধ | ধাতু জান) অ জান্ + আ তেমনি ছেলেমি, রাখালি, হাতল প্রভৃতি।
একাধিক মৌলিক শব্দের যোগেও সাধিত শব্দ তৈরি হয়, যেমন – হাতপাখা = হাত+পাখা। তেমনি – জলপথ, দিনরাত, আশা আকাঙ্ক্ষা প্রভৃতি।
সাধিত শব্দকে অর্থের ভিত্তিতে তিন ভাগে বিভক্ত করা হয়।
১. যৌগিক শব্দ বা অপরিবর্তিত সাধিত শব্দ
২. রূপান্তরিত যৌগিক শব্দ বা রূঢি শব্দ বা রূঢ শব্দ
৩.যোগরূঢ় শব্দ বা সংকুচিত যৌগিক শব্দ
বাংলা ভাষার উৎপত্তি দিক থেকে সাধিত শব্দকে এই তিন ভাগের বিভক্ত করা হয়।
১.যৌগিক শব্দ বা অপরিবর্তিত সাধিত শব্দ
যে সকল সাধিত শব্দ গুলির বুৎপত্তি গত অর্থে প্রচলিত অর্থ গুলো এক নয় তাদেরকে বলা হয় যৌগিক শব্দ বা অপরিবর্তিত সাধিত শব্দ বা অপরিবর্তিত এক ধরনের যৌগিক শব্দ।
যেমন গ্রাহক শব্দের বুৎপতি গত অর্থ হলো যে গ্রহণ করে। এক কথায় গ্রাহক শব্দের অর্থ হলো যে গ্রহণ করে বা যা কিছু নিয়ে যায়।
২.রূপান্তরিত যৌগিক শব্দ বা রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ
যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তি গত অর্থে ও প্রচলিত অর্থ এতটাই আলাদা যে দুটি অর্থের মধ্যে যোগ সূত্র খুঁজে পাওয়া খুব কঠিন তাদেরকে বলা হয় রূপান্তরিত যৌগিক শব্দ বা রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ।
যেমন সন্দেশ শব্দের আক্ষরিক অর্থ হল খবর, কিন্তু যার বর্তমান অর্থ হলো এক ধরনের মিষ্টির নাম।
৩.যোগরূঢ় শব্দ বা সংকুচিত যৌগিক শব্দ
যে সকল সাধিত শব্দের ব্যুৎপত্তি গত অর্থ ব্যাপক হলেও বর্তমান তা খুবই সংকীর্ণ অর্থে ব্যবহার হয়, তাদেরকে সাধারণত যোগরূঢ় শব্দ বা সংকুচিত যৌগিক শব্দ বলা হয়।
যেমন পঙ্কজ কথাটির আক্ষরিক ও ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাঁকে জন্মায়। পঙ্কজ শব্দের অর্থ সংকুচিত হয়েছে।
আজকের আর্টিকেলটির মাধ্যমে আমরা শুরু থেকে শেষ অব্দি আপনাদের জানিয়ে দিলাম সাধিত শব্দ কয় প্রকার আপনারা যারা এই প্রশ্নের উত্তরটি বিভিন্ন জায়গায় অনুসন্ধান করছেন তারা আমাদের ওয়েবসাইটে এসে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তরটি জেনে নিন।