সাধারণত জেন্ডার শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ। এই কথাটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। জেন্ডারের মাধ্যমে বোঝা যায় কোন প্রাণী কোন জেন্ডার সে বিষয়ে। আপনারা জেন্ডার কত প্রকার এ বিষয়ে জানার জন্য গুগল সহ ইন্টারনেটে বারবার সার্চ এর মাধ্যমে এ প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করছেন। তাই আমরা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো জেন্ডার কত প্রকার এই প্রসঙ্গে।
যে শব্দ দ্বারা Noun বা Pronoun এর পুরুষ বা স্ত্রী অথবা এদের উভয়টি অথবা কোন অচেতন পদার্থকে বুঝায় তাকে জেন্ডার বলে।
জেন্ডার কে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়।
১. Masculine Gender ( পুং লিঙ্গ)
২. Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
৩. Common Gender (উভয় লিঙ্গ) ও
৪. Neuter Gender (ক্লীব লিঙ্গ)।
আপনারা যারা জানতে চাচ্ছিলেন জেন্ডার কত প্রকার আমাদের আজকের এই আর্টিকেলটিতে তা জানিয়ে দেয়া হলো। আমাদের এখান থেকে এসে আপনার প্রশ্নের উত্তরটি জেনে নিন।