ম্ন দিয়ে দুইটি শব্দ গঠন

দুই বা ততোধিক ব্যঞ্জনবর্ণ যখন একত্রিত হয় তখন আমরা তাকে যুক্তবর্ণ বলে থাকি। এছাড়াও বলা যায় দুটি বর্ণ যখন একসাথে যুক্ত হয় তখন আমরা তাকে যুক্তবর্ণ বলতে পারি। বাংলা ভাষায় যুক্তবর্ণের অনেক শব্দ দেখা যায়। ইংরেজি ভাষায় আপনারা কি কখনো যুক্তবর্ণ দেখেছেন? ইংরেজি ভাষায় হয়তো এমনটা দেখা যায় না। বাংলা ভাষার যুক্তবর্ণ গুলো বেশ জটিল মনে হয়। এজন্যই অনেকে বলে থাকেন বাংলা ভাষা সবচেয়ে বেশি কঠিন। যদিও বাংলা ভাষা আমাদের কাছে সবচেয়ে বেশি শ্রুতিমধুর। তবে বাংলা যুক্তবর্ণগুলো কিন্তু মোটেও খুব বেশি কঠিন নয়। আমরা ছোটবেলা থেকে যুক্তবর্ণ ভয় পাই বলেই এগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। একবার যদি সাহস করে যুক্তবর্ণ শিখতে শুরু করেন তবে কখনই যুক্তবর্ণ আপনার কাছে কঠিন মনে হবে না।

ছোটবেলায় যখন আমরা যুক্তবর্ণ পড়তাম তখন এই বিষয়গুলো আমাদের কাছে অনেক জটিল মনে হতো বলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। সেই এড়িয়ে যাওয়া থেকেই যুক্ত বর্ণের প্রতি আমাদের ভীতি তৈরি হতে থাকে। যুক্তবর্ণ শব্দগুলো আমরা খুব কম ব্যবহার করার চেষ্টা করি। এছাড়াও আমাদের অফিস আদালতের কাজে অথবা দৈনন্দিন জীবনে যুক্ত বর্ণের শব্দগুলো খুব কম ব্যবহার করতে হয় বলেই আমরা এগুলো শেখার আগ্রহ প্রকাশ করি না। তবে যুক্তবর্ণ শিখে রাখা কতটা জরুরী একমাত্র তারাই বুঝতে পারবেন যারা যুক্তবর্ণ না শেখার জন্য অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন।

আপনাদের যাদের সন্তান রয়েছে তারা নিশ্চয়ই সন্তানদের পড়াতে বসেন। সন্তানদের পড়াতে বসলে আপনারা অনেকেই তাদেরকে যুক্তবর্ণ শেখাতে শুরু করেন। যুক্তবর্ণ শেখাতে গেলে হয়তো আপনাকেও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যখন আপনি নিজেই যুক্তবর্ণটি ঠিকমত ভাঙতে পারবেন না। যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করা যদিও অনেকের কাছে খুব কঠিন হবে না কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যারা যুক্তবর্ণ দিয়ে খুব বেশি শব্দ গঠন করতে পারবে না। আসলে শব্দ গঠন করা তো নয়, শব্দ তো চাইলেই আমরা নিজে নিজে গঠন করতে পারব না, যে শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহার করা হয়ে থাকে সেই শব্দগুলোই তুলে ধরতে হবে। কারণ শব্দের নির্দিষ্ট একটি অর্থ থাকতে হবে।

বিশেষ করে আপনি যখন ছোট বাচ্চাদের যুক্তবর্ণ শেখাতে যাবেন এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ দেখাবেন তখন সেই শব্দের অর্থ তাদের না জানিয়ে দিলে পরবর্তীতে শব্দগুলো মনে রাখা বেশ কঠিন হয়ে পড়বে। আপনারা যারা যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন দেখতে আমাদের ওয়েবসাইটে এসেছেন তারা বুদ্ধিমানের কাজ করেছেন কারণ আমরা ধারাবাহিকভাবে যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ তুলে ধরছি। এছাড়াও আমাদের কমেন্ট বক্সে অনেক শব্দ পাবেন যেগুলো আপনার হয়তো অজানা। আজকের পোস্টে আমরা ম্ন দিয়ে শব্দ দেখাবো। ম্ন আমাদের কাছে খুব বেশি পরিচিত একটি যুক্তবর্ণ নয়। ম্ন দিয়ে খুব কম শব্দই আপনি খুঁজে পাবেন। যদিও আজকের পোস্টে আমরা ম্ন দিয়ে দুইটি শব্দ এখানে দিয়ে দেব, আপনারা যদি আরও বেশি শব্দ জেনে থাকেন তবে কমেন্ট বক্সে লিখে ফেলতে পারেন। ম্ন দিয়ে দুইটি শব্দ হলো নিম্ন ও সুষুম্না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *