আমাদের আগের পোস্টগুলোতে আমরা বিভিন্ন যুক্তবর্ণ দিয়ে শব্দ কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের ওয়েবসাইটে এমন অসংখ্য পোস্ট রয়েছে যেগুলোতে অনেক যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করা আছে। যেকোনো বর্ণ দিয়ে কিভাবে শব্দ তৈরি করা যাবে তা নিশ্চয়ই আপনাদের নতুন ভাবে শিখিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। সাধারণত ছোট বাচ্চারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে। তবে হ্যাঁ, বড়দের মধ্যেও অনেকেই যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করতে পারে না।
আশা করি আপনারা আমাদের পূর্বের আর্টিকেলগুলো পড়ে যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করা শিখে নেবেন। আর যেহেতু আমরা শব্দ দিয়ে বাক্য গঠন কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে কথা বলব তাই যুক্তবর্ণ নিয়ে কোন কথা এখানে আলোচনা না করা ভালো হবে। অবশ্য আপনার অনেকেই জানতে চেয়েছেন যুক্তবর্ণ আছে এমন শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায়। আপনাদের জন্য জানিয়ে রাখা ভালো যুক্তবর্ণ আছে এমন শব্দ দিয়ে বাক্য গঠন করা এবং একটি সাধারণ শব্দ দিয়ে বাক্য গঠন করা একদম সেইম ব্যাপার। চলুন দেখা যাক শব্দ দিয়ে বাক্য গঠন করতে গেলে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে।
শব্দ দিয়ে বাক্য গঠন করা যতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ কিন্তু নয়। হয়তো আপনি সহজ বাক্য গুলো খুব সহজেই গঠন করে ফেলতে পারবেন কিন্তু জটিল বাক্য গুলো গঠন করতে গেলে আপনাদের বেশ বেগ পেতে হবে। আপনার নিশ্চয়ই বাংলা ব্যাকরণ পড়েছেন, বাক্যের প্রকারভেদ সম্বন্ধে আমাদের সকলেরই মোটামুটি একটা ধারণা রয়েছে। কোন বাক্য গঠন করতে গেলে কি কি গুন থাকা দরকার তাও নিশ্চয় আমাদের অজানা নয়। এছাড়াও শব্দের প্রতি ভালো দখল থাকতে হবে আপনি যেকোন ভাষায় বাক্য তৈরি করতে গেলে। বাক্য তৈরি করতে গেলে সব কিছুর আগে আপনাকে ফলো করতে হবে বাক্যের গঠন। মূল স্ট্রাকচার অনুযায়ী যদি বাক্য গঠন করতে পারেন তবে বাক্যটি শ্রুতি মধুর হবে।
আমরা যদি হাতি দিয়ে একটি বাক্য তৈরি করতে যায় এবং সেই বাক্যের মধ্যে যদি আমরা লিখি হাতিরা আকাশে উড়ে তবে নিশ্চয়ই বাক্যটি সঠিক হবেনা। এই বাক্যটি কেন সঠিক হবেনা তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কারণ হাতে কখনোই আকাশে উড়তে পারে না। যদি আমরা এখানে বলতাম পাখিরা আকাশে উড়ে তবে বাক্য সঠিক হতো। এই কথাগুলো শোনার পর আপনাদের অনেকেরই হাসি পেতে পারে, তবে হাসার আগে আপনাদের জেনে রাখা দরকার অনেকেই বাক্য গঠন করতে গিয়ে এমন ভুল করে থাকে। আমরা যে বাক্যের উদাহরণ দিয়েছি তা অত্যন্ত সরল একটি বাক্য কিন্তু এর চেয়ে অনেক জটিল বাক্য রয়েছে যেগুলো গঠন করতে গেলে আমরা সহজে করতে পারবো না। সুন্দর বাক্য তৈরি করতে গেলে উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন। আমরা যত বেশি বাংলা পড়াশোনা করব তত বেশি সুন্দর সুন্দর বাক্য গঠন করতে পারব। চলুন নিচে কিছু বাংলা শব্দ দিয়ে বাক্য গঠন করে দেখানো যাক।
স্বাস্থ্য- স্বাস্থ্যই সকল সুখের মূল।
মূর্খ- মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু উত্তম।
মুক্তিযোদ্ধা- আমার বাবা একজন মুক্তিযোদ্ধা।
প্রচুর- মোমিন অনলাইনে কাজ করে প্রচুর আয় করে।
দূষণ- শব্দ দূষণের ফলে পরিবেশের অনেক ক্ষতি হয়।
দক্ষ- ডালিম একজন দক্ষ ব্যাটসম্যান।