হেবা দলিল কাকে দেওয়া যায় Heba Dolil kake Dewa jai

আমরা অনেকে হেবা দলিল কি হেবা দলিল কাকে দেওয়া যায় কিভাবে দলিল তৈরী করে ইত্যাদি এসব প্রশ্নের উত্তর খুঁজে পায় না। আপনারা যারা হেবা দলিল কাকে দেওয়া যায় এই প্রশ্নটির উত্তর খুঁজছেন তাদেরকে বলব আপনারা একদম সঠিক জায়গাটি নির্বাচন করেছেন, হেবা দলিলের ক্ষেত্রে একমাত্র রক্তের সম্পর্ক ব্যতীত ছাড়া অন্য মানুষকে দলিল করে দেয়া যাবে না। যেমন পিতা, মাতা, ভাই ,বোন দাদা-দাদী নানা-নানী স্বামী-স্ত্রী ইত্যাদি রক্তের সম্পর্ক মানুষের সঙ্গে হেবা দলিলের রেজিস্ট্রেশন করা যাবে।

তাই মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা অর্থাৎ দান পত্র দলিল, এই দলিল কোন কিছুর বিনিময়ে নয়, কেবলমাত্র সন্তুষ্ট হয়ে এইরূপ দান করা হয়। কিন্তু এই হেবা শর্ত বিহীন অবস্থায় দান বিক্রয়, কট রেহান ও রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদানে দান বা হেবা করতে হবে। স্বত্ব সম্বন্ধে দাতার কোন রূপ দাবী থাকলে সেই দান বা হেবা শুদ্ধ হবে না এবং তা যে কোন সময় বাতিলযোগ্য।

এরূপ দান পত্রে দাতার কোন স্বার্থ সংরক্ষিত থাকবে না। ভিন্ন ধর্মালম্বীদের সঙ্গে বা রক্ত সম্পর্ক নেই এমন কোন আত্মীয়র সঙ্গে হেবা দলিলের আদান-প্রদান করা যাবে না। তবে একজন মুসলমান ইসলামী শরিয়ত মোতাবেক অন্য একজন মুসলমানকে যে দান করেন, তা হচ্ছে হেবা; এই হেবা শুধু দুজন মুসলমানের মধ্যেই হতে পারে।

আপনারা যারা হেবা দলিলটি কাকে দেয়া যাবে হেবা দলিল কি এই বিষয়ে অনুসন্ধান করছিলেন আশা করছি আমরা আপনাদের নির্ভুল উত্তর প্রদান করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *