২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে

নোবেল পুরস্কার টি সারা পৃথিবী জুড়ে খুব সম্মানজনক একটি পুরস্কার। আর এসব পুরস্কার মানব কল্যাণে পরিচালিত কার্যক্রমের জন্য সারা পৃথিবী থেকে নির্বাচিত বিভিন্ন ধরনের সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়ে থাকে। আর নোবেল পুরস্কারটি পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নোবেল জয়ী হিসেবে আখ্যায়িত করা হয়। সাধারণত ১৯০১ সাল থেকে এই পুরস্কারটি সারা পৃথিবী জুড়ে সফল ব্যক্তিদের প্রদান করা হয়ে থাকে। নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিদের ইংরেজিতে বলা হয় নোবেল লরিয়েট। তাই আপনারা অনেকেই জেনে নিতে চান ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে। তাই আজ আমরা আমাদের আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত এই প্রশ্নের উত্তরটি জানিয়ে দেব। তাছাড়া আপনাদের সুবিধা জন্য আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত আপনাদের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর গুলো প্রকাশিত করি। তাই আপনারা নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

সারা পৃথিবী জুড়ে মোট পাঁচটি বিষয়ের উপর নোবেল পুরস্কার টি প্রদান করা হয়ে থাকে। আর সেগুলো হল পদার্থ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সাহিত্য এবং সর্বশেষ শান্তির ওপর নোবেল পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। তবে বর্তমানে নোবেল পুরস্কার ছয়টি বিষয় ওপর প্রদান করা হয়ে থাকে পরবর্তীতে অর্থনীতি যোগ হয়ে এই পুরস্কারটি মোট ছয়টি বিষয়ের উপর প্রদান করা হয়। সর্বপ্রথম সুয়েডীয় বিজ্ঞানী আলফেড নোবেল ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইলের মর্মানুসারে নোবেল পুরস্কার প্রচলন করা হয়। আর সে থেকে প্রতিবছর বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন ব্যক্তিকে ও প্রতিষ্ঠানকে নোবেল পুরস্কারটি প্রদান করা হয়ে থাকে। আর সেই থেকে প্রতি বছর দশ ডিসেম্বর নোবেল পুরস্কারটি আনুষ্ঠানিক ভাবে দেওয়া হয়।

নোবেল ফাউন্ডেশন এর অধীনে একাধিক প্রতিষ্ঠান সংশ্লিস্ট ক্ষেত্রে মনোনয়ন সংগ্রহ করেন এবং যোগ্য প্রার্থী বাছাই করে পুরস্কার প্রদান করে। কোন একটি নোবেল পুরস্কার শুধুমাত্র একজন ব্যক্তির জন্য হতে পারে আবার অনেক গুলো ব্যক্তি মিলে একটি নোবেল পুরস্কার পেতে পারে। শুধুমাত্র শান্তি পুরস্কারের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় একক ব্যক্তির বদলে কোন প্রতিষ্ঠান ও শান্তিতে নোবেল পেতে পারে। শান্তি বাদে অন্যান্য ক্ষেত্রে একটি শাখায় সর্বোচ্চ তিন জনকে নোবেল পুরস্কার দেওয়া যায়। তাই ২০২১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দুজন ব্যক্তি মারিয়া রেসা ও দিমিএ মুরাতব। ২০২১ সালের ৮ ই অক্টোবর শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিশেষ এই নোবেল পুরস্কার টি তাদের প্রদান করা হয়। স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য তাদের এই বিশেষ সম্মান দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *