মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজা কে ছিলেন

পূর্ব কাশ্মীর, পশ্চিমে মাকরান ও দেবোল বর্তমানে করাচি দক্ষিণে সুরাট বন্দর, উত্তরে কান্দাহার, সুলেইমান, ফেরদান ও কিকানান পর্বত শ্রেণীর মাঝে, ৪৮৯ খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল সুবিশাল রাই রাজত্ব। পনেরো লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই রাজত্বের অধীনে ছিল পুরো সিন্ধু দেশ। রাই রাজত্বের রাজধানী ছিল সিন্ধু নদের পশ্চিমে থাকা সমৃদ্ধ নগরী আরোর। প্রায় ১৪৩ বছর ধরে রাই রাজবংশ সিন্ধুদেশ শাসন করেছিল। তাই আপনাদের মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খায় মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজা কে ছিলেন। তাই আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের আজকের পোষ্টের মাধ্যমে এ প্রশ্নের উত্তরটি জানিয়ে দেবো। আর এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার জন্য আপনারা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।

মুসলিম বিজয়ের প্রান্কালে অর্থনৈতিক সমৃদ্ধির পরিচয় পাওয়া যায়। বিপুল প্রাকৃতিক সম্পদ ও ধর্বর্ষে পরিপূর্ণ ছিল সিন্ধু রাজ্যের সময়। বৌদ্ধ ও সনাতন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন রাই রাজারা। সিন্ধু এলাকায় প্রচুর বৌদ্ধ গুম্ফা ও শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তাঁরা। রাই রাজত্বের প্রথম রাজা ছিলেন আদি রাই। প্রায় আটচল্লিশ বছর ধরে সিন্ধু শাসন করার পর, সিংহাসনে বসেছিলেন আদি রাইয়ের পুত্র দেভাগ্য।

একসময় এখানেই ছিল সিন্ধুদেশের রাজধানী আরোর। আর পতন হয়েছিল রাজা রাই বংশের। পরে বত্রিশ বছর বয়েসে সিন্ধু দেশের সিংহাসনে বসেছিলেন রাজা চন্দ্রের পুত্র দাহির সেন। রাজা দাহির ছিলেন প্রজা বত্‍সল, সুবিবেচ ক সুপণ্ডিত। তাই সিন্ধুর মানুষদের কাছে তিনি ছিলেন অসম্ভ ব জনপ্রিয় একজন রাজা তিনি কখনো তাদের অত্যাচার জুলুম নির্যাতন এগুলো করেনি তাই তিনি একজন সিন্ধু রাজ্যের অন্যতম একজন রাজা ছিলেন।

সিন্ধু রাজ্যের এই রাজা টি ছিলেন জনপ্রিয় আর তার জন প্রিয়তার কারণ ছিলেন অনেক গুলো আর তার একটি কারণ মাতৃভূমির অতন্দ্র প্রহরী ছিলেন রাজা দাহির। আশেপাশে থাকা শত্রু রাজত্বের সেনারা সিন্ধুর মাটি স্পর্শ করা মাত্রই তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তেন রাজা দাহির। শত্রুপক্ষকে সিন্ধুর সীমানার বাইরে পৌঁছে না দেওয়া পর্যন্ত তিনি বিশ্রাম নিতেন না। তিনি ছিলেন একজন সাহসী ও অদম্য রাজা। তাইতো মুসলিম বিজয়ের পরে তাকে সিন্ধুর রাজ্যের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। আপনারা অনেকেই মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজ্যের রাজা কে ছিলেন এ প্রসঙ্গে জেনে নিতে চান তাদের উদ্দেশ্যে বলছি রাজা দাহির সেন ছিলেন মুসলিম বিজয়ের পূর্বে সিন্ধুর রাজা। সিন্ধুর শেষ হিন্দু রাজা ছিলেন রাজা দাহির সেন। যার বীরগাথা আজও শোনা যায় পাকিস্তানের দাহেরী সম্প্রদায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *