রাষ্ট্রপতি একটি দেশের জন্য অন্যতম সম্মানজনক একটি পদ। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্র প্রধান কে সম্মান জনক পদবীরূপে রাষ্ট্রপতি বলা হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি সাধারণত আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সকল শাখার আনুষ্ঠানিক প্রধান হিসাবের দায়িত্ব গ্রহণ করেন
বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যকরী মেয়াদ মূলত পাঁচ বছর। অনেক আগে শাসক দলের মনোনীত প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে জাতীয় সংসদ কর্তৃক রাষ্ট্রপতির পদটি নির্বাচিত করা হয়। তাই এই রাষ্ট্রপতি কে কেন্দ্র করে আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে নানা ধরনের প্রশ্ন সম্মুখীন হতে হয়। অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন এ প্রশ্নের মুখোমুখি হতে হয়। তাই আমরা আপনাদের এ প্রশ্নের উত্তরটি সম্পর্কে জানিয়ে দেব আপনার অনেকেই প্রশ্নটির উত্তর জানার জন্য গুগল অনুসন্ধান করছেন তাই আপনারা আমাদের ওয়েবসাইটি ভিজিট করে প্রশ্নের উত্তরটি জেনে নিতে পারবেন।
১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। আর এ সরকারটির নাম দেওয়া হয় মুজিবনগর সরকার।১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রি পরিষদের সদস্যরা বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা কে সঠিক খাতে পরিচালনা করার জন্য প্রথম এই অস্থায়ী সরকারটি গঠন করা হয়েছিল। মুজিবনগর হলো বাংলাদেশের উৎপত্তি স্থল। মুজিবনগর থেকেই স্বাধীন বাংলাদেশ সরকারের কথা কার্যত সারা বিশ্ব আনুষ্ঠানিকভাবে জানল। এই সরকার গঠনের সঙ্গে সঙ্গে পাকিস্তানী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ প্রবল যুদ্ধে রূপ নেয় এবং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জন করতে সক্ষম হয়ে ছিল। আর বাংলাদেশের অস্থায়ী সরকার টি ছিল বাংলাদেশের প্রথম সরকার।
১৯৭১ সালের ২৬ শে মার্চ আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণার পরে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। পরে একই বছরের দশ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। এবং এই অস্থায়ী সরকার কে কেন্দ্র করে সতের এপ্রিল মন্ত্রীদের শপথ পাঠ গ্রহণ করনো হয়। আর এই অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান সৈয়দ নজরুল ইসলাম। তিনি ছিলেন বাংলাদেশের বিখ্যাত এক জন রাজনীতিবিদ। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। ১৭ এপ্রিল থেকে ১০ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
এই অস্থায়ী সরকারের দক্ষতার ফলেই মাত্র নয় মাসে বাংলা দেশ থেকে শক্ত মুক্ত করতে সম্ভব হয়েছিল। পরবর্তীতে ১৬ ডিসেম্বর মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়।