মুজিব নগর সরকার ছিল বাংলাদেশের প্রথম সরকার। বাংলাদেশের মুক্তিযোদ্ধা পরিচালনা করার জন্য এই সরকারটি গঠন করা হয়েছিল। ১৯৭১ সালের ২৬ শে মার্চ স্বাধীনতার পরে ১০ই এপ্রিল এই সরকারটি গঠন করা হয়। আর এ দেশের মহানায়ক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় এই মুজিবনগর সরকারটি গঠন করা হয়েছিল। আর মুজিবনগর সরকারটি বাংলাদেশের উৎপত্তিস্থল। মুক্তিযুদ্ধের সময় এই সরকারের অবদানের কথা বলে শেষ করা যাবে না। তাই আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে মুজিব নগর সরকারের সেনা প্রধান কে ছিলেন এ প্রশ্নটির মুখোমুখি হতে হয়। আর এ প্রশ্নের উত্তরটি জানার জন্য আপনারা গুগল সহ ইন্টারনেটের নানান জায়গায় অনুসন্ধান করেন। তাই আপনাদের সুবিধার জন্য এ ধরনের ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো আমাদের ওয়েবসাইটে লিখে থাকে। তাই প্রতিনিয়ত আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের এ ধরনের প্রশ্নের উত্তর গুলো জেনে নিন।
মুজিবনগর সরকারটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এক উজ্জ্বলতম অধ্যায়। বাঙালির মুক্তিযোদ্ধা কে সঠিক পথে প্রবাহিত করার জন্য এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। বাংলাদেশের মুক্তি সংগ্রাম কে সংগঠিত করে আক্রমণে শৃঙ্খলা ও গতিসঞ্চার করার নিমিত্তে অস্থায়ী সরকার তথা মুজিবনগর সরকার তাৎপর্য পূর্ণ ও কার্যকরী পদক্ষেপ গ্রহন করে। দীর্ঘ নয় মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ এ দেশ থেকে শত্রুমুক্ত করতে পেরেছিল। কিন্তু দেশের শত্রুমুক্ত করলে হবে না বিদেশী রাষ্ট্রগুলো যেন বাংলাদেশ কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে সেই সংগ্রামটাও বাঙালি জাতিকে করতে হয়েছে। আর সেই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার।
১৯৭১ সালের মুজিবনগর সরকারি গঠন করার পর যুদ্ধটি আরো তুমুল গতিতে সঞ্চালিত হতে থাকে। মুজিবনগর সরকারটি গঠন করার পর যুদ্ধটি তার আপন গতিতে ফিরে পেয়েছিল। প্রতিষ্ঠিত সরকার তার প্রশাসন তন্ত্রের মাধ্যমে এক সংগঠিত অভিযান পরিচালনা করতে থাকে। যুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার প্রতিরক্ষা মন্ত্রনালয় গঠন করা হয়েছিল। মুজিবনগর সরকার সম্পর্কে আপনাদের অনেক তথ্য জানিয়ে দিলাম এখন আমরা জানিয়ে দেবো এই সরকারের সময় সেনাপ্রধান কে ছিলেন। জেনারেল এম এ জি ওসমানী মুজিবনগর সরকারের সেনাবাহিনী প্রধান ছিলেন। মুজিবনগর সরকারের সবচেয়ে বড় অবদান বাংলা দেশকে স্বাধীনতা দেশ হিসেবে উপহার দেওয়া। বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর সরকারের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশ কে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেতে মুজিবনগর সরকারের অবদান ছিল অতুলনীয়।